Ajker Patrika

প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও এমপি জহিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রিমিয়ার ব্যাংকের ইকবাল ও এমপি জহিরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান এইচ বি এম ইকবাল এবং হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জহিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির গোয়েন্দা ইউনিটের প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের উপপরিচালক আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের চেয়ারম্যানের বিরুদ্ধে করা অভিযোগ থেকে জানা যায়, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২০১১ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে বহাল রয়েছেন। এই সময়ে গুলশানে তাঁর মালিকানাধীন হোটেল রেনিসেন্স, গুলশান-২ এ হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণ করেন। 

এছাড়া অভিযোগে বলা হয়, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা প্রতিষ্ঠা করেছেন এবং সদস্য হয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা)। গত এক যুগে তিনি অসংখ্য কোম্পানির মালিক হয়েছেন এবং উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন পদ পদবিতে থেকে তিনি আরও বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। 

দুদক সূত্রে জানা যায়, গত ১৩ থেকে ১৪ বছরে তিনি শত শত কোটি টাকার অবৈধ সম্পদ দেশে ও বিদেশে অর্জন করেছেন মর্মে সোর্স মূলে জানা যায়। তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদ রয়েছে মর্মে গোয়েন্দা তথ্যানুসন্ধানে প্রাথমিকভাবে সঠিক পরিলক্ষিত হয়েছে। 

হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবু জহিরের বিরুদ্ধে অভিযোগ, ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন। সোর্স মূলে জানা যায়, তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত-আয় বহির্ভূত সম্পদের সত্যতা পেয়েছে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত