Ajker Patrika

শ্যামনগরে নদীতে ডুব দিয়ে মাছ শিকারি নিখোঁজ

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ জুন ২০২২, ১৪: ০৫
শ্যামনগরে নদীতে ডুব দিয়ে মাছ শিকারি নিখোঁজ

সাতক্ষীরার শ্যামনগরের মাদার নদীতে নেমে এক মাছ শিকারি নিখোঁজ হয়েছেন। তিনি মাছ শিকারের জন্য নদীতে ফেলা আটকে যাওয়া বড়শি ছাড়ানোর জন্য ডুব দেন। এরপর থেকে থেকে তিনি নিখোঁজ হন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

ওই ব্যক্তির নাম কেরামত আলী (৪০)। তিনি উপজেলার কৈখালী ইউনিয়নের বৈশখালী গ্রামের বাসিন্দা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ মাছ শিকারির সন্ধান শুরু করেছে।

কেরামত আলীর স্ত্রী আনোয়ারা বেগম বলেন, মঙ্গলবার সকালে তাঁর স্বামী বাড়ির পার্শ্ববর্তী মাদার নদীতে মাছ ধরার জন্য লম্বা সুতা দিয়ে বড়শি ফেলেন। এ সময় বড়শিটি নদীর মধ্যে কোনো একটা জায়গায় আটকে যায়। সেটিকে ছাড়ানোর জন্য তাঁকে নদীর পাড়ে দাঁড় করিয়ে রেখে ডুব দেন। এরপর অনেক সময় পার হয়ে গেলেও তিনি ফিরে আসেননি।

স্থানীয় ইউপি সদস্য শমসের আলী বলেন, স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কালীগঞ্জ ইউনিট ও শ্যামনগর থানাকে বিষয়টি জানান। পরে তারা এসে উদ্ধারকাজ চালায়।

ফায়ার সার্ভিসের কর্মী রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের বর্ণনা অনুযায়ী জায়গা নির্ধারণ করা হয়েছে। পরে সেই স্থানে উদ্ধার অভিযান শুরু করেছেন ডুবুরিরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূ-রাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত