Ajker Patrika

সোনারগাঁয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে একাংশের জুতা ও ঝাড়ুমিছিল

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ২১: ১৭
সোনারগাঁয়ে বিএনপির কমিটি বাতিলের দাবিতে একাংশের জুতা ও ঝাড়ুমিছিল

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন দলের একাংশের নেতাকর্মীরা। আজ শুক্রবার উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশারফ হোসেনের বিরুদ্ধে জুতা ও ঝাড়ুমিছিল করেন তাঁরা। 

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সাইফুল ইসলাম ও আমির হোসেন বলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আজহারুল ইসলাম মান্নান ও সদস্যসচিব মোশারফ হোসেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিসহ ১০টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটিতে কোনো ত্যাগী ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়ন করা হয়নি। এসব কমিটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগসাজশ করে দলে ঠাঁই দেওয়া হয়েছে। ঘরে বসে অগণতান্ত্রিক পন্থায় ১০টি ইউনিয়ন বিএনপির কমিটি ঘোষণা করেছে। অবিলম্বে এসব কমিটি বাতিল করে যোগ্য ও ত্যাগী নেতাকর্মীদের স্থান দিয়ে কমিটি গঠনের দাবি জানিয়েছেন তাঁরা।

এ ছাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নাসির উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল রানার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরচিপূর্ণ স্ট্যাটাসের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত