Ajker Patrika

৩-৪ দিনের মধ্যেই বিমানবন্দরে বসছে পিসিআর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৩-৪ দিনের মধ্যেই বিমানবন্দরে বসছে পিসিআর

আগামী তিন থেকে চার দিনের মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আজ শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

আজ শনিবার বিকেলে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বিমানবন্দরে ল্যাবরেটরি বসানোর জায়গা পরিদর্শন করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম। 

বিজ্ঞপ্তিতে এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান আগামী তিন থেকে চার দিনের মধ্যে ল্যাবরেটরি চালুর কার্যক্রম শুরু হওয়ার আশা প্রকাশ করেন। তিনি জানান, ল্যাবরেটরি স্থাপনের জন্য নির্বাচিত একটি ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত স্থানে মোবাইল ল্যাবরেটরি স্থাপন করে শিগগিরই করোনা পরীক্ষা শুরু করবে। 

প্রবাসী বাংলাদেশিদের ভোগান্তির কথা চিন্তা করে গত ৬ সেপ্টেম্বর দ্রুত সময়ে দেশের বিমানবন্দরগুলোতে পিসিআর ল্যাব স্থাপনের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। নানা জটিলতার পর গত বুধবার সাতটি প্রতিষ্ঠানকে এই ল্যাব স্থাপনের অনুমোদন দেয় সরকার। এ সব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিএসবিএফ হেলথ সেন্টার, স্টেমজ হেলথ কেয়ার (বিডি), এ এম জেড হাসপাতাল লিমিটেড, ডি এম এফ আর মলিকুলার ল্যাব এন্ড ডায়াগনস্টিক, গুলশান ক্লিনিক লিমিটেড, জয়নুল হক সিকদার ওমেন্স মেডিকেল কলেজ এন্ড হসপিটাল ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত