Ajker Patrika

সাভারে গণপরিবহনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

অরূপ রায়
আপডেট : ২৮ জুন ২০২১, ১৩: ৪৬
সাভারে গণপরিবহনের দাবিতে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভার: কারখানা খোলা রেখে গণপরিবহন বন্ধের প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সাভারের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ সোমবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে গণপরিবহন না পেয়ে তাঁরা এ বিক্ষোভ করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান।

এদিকে অবরোধের কারণে আজ সোমবার সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। যানজটের কবলে মালবাহী ট্রাক, বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি ও রিকশার যাত্রীরা দুর্ভোগের শিকার হন। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকালে সাভারের রেডিওকলোনি ও বাজার বাসস্ট্যান্ড এলাকায় কয়েক শ পোশাকশ্রমিক জড়ো হন। দীর্ঘ সময় অপেক্ষায় থেকেও কোনো যানবাহন না পেয়ে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তাঁরা সকাল সাড়ে ৭টার দিকে রেডিওকলোনি, শিমুলতলা ও সাভার বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ থেকে তাঁরা কারখানা খোলা রাখার পাশাপাশি গণপরিবহন চালু রাখার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুঝিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেয়। সকাল ৯টার দিকে আবার যানবাহন চলাচল শুরু হয়।

শ্রমিকেরা বলেন, তাঁদের আনা-নেওয়ার জন্য সাভার ও আশুলিয়ার অনেক কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে। যেসব কারখানার নিজস্ব পরিবহনব্যবস্থা নেই, সেসব কারখানার শ্রমিকদের গণপরিবহনে যাতায়াত করতে হয়। কোনো কারণে কর্মস্থলে উপস্থিত হতে দেরি হলে বা না গেলে শ্রমিকদের ওই দিন অনুপস্থিত দেখিয়ে বেতন কাটা হয়, যা তাঁদের জন্য বেশ কষ্টের বিষয়।

আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিক মনির হোসেন কর্মস্থলে যাওয়ার উদ্দেশে আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রেডিওকলোনি বাসস্ট্যান্ডে উপস্থিত হয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। কিন্তু পরিবহনসংকটের কারণে সকাল সাড়ে ৭টায়ও তাঁর পক্ষে কর্মস্থলে রওনা করা সম্ভব হয়নি। মনির বলেন, ‘কারখানা খোলা রেখে লকডাউন দেওয়া হলে শ্রমিকদের জন্য যানবাহনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় গণপরিবহন লকডাউনের বিধিনিষেধের আওতামুক্ত রাখতে হবে।’

এ প্রসঙ্গে সাভার হাইওয়ে থানার পরিদর্শক সাজ্জাদ করিম বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকেরা আজ পরিবহনসংকটে পড়েন। এ কারণে তাঁরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার পর যান চলাচল শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত