নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন।
আজ সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। এ ছাড়া অজ্ঞাত পরিচয় প্রায় ৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত মো. শাওন তালুকদার। পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে গুলি চালায়। এ ঘটনায় শাওনসহ অনেকেই আহত ও নিহত হন।
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় মো. শাওন তালুকদার (২১) নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শাহীন রেজার আদালতে নিহতের খালাতো ভাই মো. আব্দুল হালিম এ মামলা করেন।
আজ সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে এ ঘটনা নিয়ে আগে কোনো মামলা বা জিডি হয়েছে কি না, তা তদন্ত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী জহিরুল হাসান মুকুল।
মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন—সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ডিবি পুলিশের সাবেক প্রধান হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, সাবেক এমপি কাজী মনিরুল ইসলাম মনু প্রমুখ। এ ছাড়া অজ্ঞাত পরিচয় প্রায় ৩০০ জন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
মামলায় বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিজ কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন নিহত মো. শাওন তালুকদার। পথে যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী মাদ্রাসা রোড সুফিয়া প্লাজার সামনে গুলিবিদ্ধ হন শাওন। এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে—আরজিতে বর্ণিত আসামিদের নির্দেশে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এবং পুলিশ সদস্যরা পরিকল্পিতভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল-সমাবেশে গুলি চালায়। এ ঘটনায় শাওনসহ অনেকেই আহত ও নিহত হন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে