শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে বাস শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সদস্যদের ওপর সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়ন। বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অনেক যাত্রীই বাড়ি ফিরে গেছেন। অনেকে আবার বিকল্প উপায়ে বাড়তি টাকা খরচ করে গন্তব্যে পৌঁছান।
বাস শ্রমিক ইউনিয়ন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা এলাকায় বাসশ্রমিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় শ্রমিকদের ওপর বোমা নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। খবর পেয়ে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু ব্যাপারী ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
আত্মরক্ষার জন্য এ সময় তাঁরা পালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এ সময় ইউনিয়ন কার্যালয় লক্ষ করে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পালং মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশের সহায়তায় বাসমালিক ও শ্রমিকসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে বের হয়ে আসেন। এরপর বাসমালিক ও শ্রমিকসংগঠনের পক্ষ থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে দুপুর থেকেই বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকেলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কাওসার আহমেদ অফিস শেষ করে বাড়ি ফেরার পথে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি বলেন, ‘কোনো উপায় না পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছি। এতে বাড়তি টাকা খরচ হচ্ছে। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।’
শরীয়তপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর বলেন, ‘বালাখানায় বাসশ্রমিকদের ওপর চিহ্নিত কিছু সন্ত্রাসী বোমা হামলা করেছে। এ সময় সন্ত্রাসীরা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ, রামদা, সেনদা, ঢাল, সড়কি নিয়ে হামলা চালায়।’
আলী মাদবর অভিযোগ করে বলেন, ‘অন্যান্য যানবাহনের শ্রমিকদের সঙ্গে একটি মামলাকে ইস্যু করে অতর্কিতভাবে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। সাধারণ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেউই হতাহত হয়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রী দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে।’
শরীয়তপুরে বাস শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সদস্যদের ওপর সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়ন। বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অনেক যাত্রীই বাড়ি ফিরে গেছেন। অনেকে আবার বিকল্প উপায়ে বাড়তি টাকা খরচ করে গন্তব্যে পৌঁছান।
বাস শ্রমিক ইউনিয়ন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা এলাকায় বাসশ্রমিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় শ্রমিকদের ওপর বোমা নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। খবর পেয়ে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু ব্যাপারী ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
আত্মরক্ষার জন্য এ সময় তাঁরা পালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এ সময় ইউনিয়ন কার্যালয় লক্ষ করে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পালং মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশের সহায়তায় বাসমালিক ও শ্রমিকসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে বের হয়ে আসেন। এরপর বাসমালিক ও শ্রমিকসংগঠনের পক্ষ থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে দুপুর থেকেই বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকেলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কাওসার আহমেদ অফিস শেষ করে বাড়ি ফেরার পথে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি বলেন, ‘কোনো উপায় না পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছি। এতে বাড়তি টাকা খরচ হচ্ছে। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।’
শরীয়তপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর বলেন, ‘বালাখানায় বাসশ্রমিকদের ওপর চিহ্নিত কিছু সন্ত্রাসী বোমা হামলা করেছে। এ সময় সন্ত্রাসীরা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ, রামদা, সেনদা, ঢাল, সড়কি নিয়ে হামলা চালায়।’
আলী মাদবর অভিযোগ করে বলেন, ‘অন্যান্য যানবাহনের শ্রমিকদের সঙ্গে একটি মামলাকে ইস্যু করে অতর্কিতভাবে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। সাধারণ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেউই হতাহত হয়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রী দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে।’
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, কর্মজীবী হিসেবে আমি চাকরি জীবনে যাদের মুক্তিযোদ্ধা সহকর্মী হিসেবে পাই, তাদের ধরে নিতে পারেন ৮০ থেকে ৯০ ভাগই ভুয়া মুক্তিযোদ্ধা।
১০ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে সেলিম রেজা (২৭) নামের এক যুবককে ২১ বোতল ফেনসিডিলসহ আটক করেছে। তিনি একজন জুলাই যোদ্ধা বলে পুলিশের কাছে দাবি করেছেন। আজ মঙ্গলবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
১০ মিনিট আগেচট্টগ্রাম নগরীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর পেয়ে অভিযানে গেলে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (১১ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে বন্দর থানার ঈশান মিস্ত্রির ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই পুলিশ কর্মকর্তা হলেন বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ ওরফে রানা।
১৩ মিনিট আগেউপমহাদেশের শাস্ত্রীয় সংগীতের অন্যতম পুরোধা পণ্ডিত অমরেশ রায় চৌধুরী আর নেই। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার নিজ বাসভবন ‘মোহিনী গার্ডেন’-এ তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। অমরেশ রায় চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের শাস্ত্রীয় সংগীতশিল্পী ছিলেন
১৪ মিনিট আগে