শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে বাস শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সদস্যদের ওপর সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়ন। বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অনেক যাত্রীই বাড়ি ফিরে গেছেন। অনেকে আবার বিকল্প উপায়ে বাড়তি টাকা খরচ করে গন্তব্যে পৌঁছান।
বাস শ্রমিক ইউনিয়ন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা এলাকায় বাসশ্রমিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় শ্রমিকদের ওপর বোমা নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। খবর পেয়ে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু ব্যাপারী ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
আত্মরক্ষার জন্য এ সময় তাঁরা পালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এ সময় ইউনিয়ন কার্যালয় লক্ষ করে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পালং মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশের সহায়তায় বাসমালিক ও শ্রমিকসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে বের হয়ে আসেন। এরপর বাসমালিক ও শ্রমিকসংগঠনের পক্ষ থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে দুপুর থেকেই বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকেলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কাওসার আহমেদ অফিস শেষ করে বাড়ি ফেরার পথে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি বলেন, ‘কোনো উপায় না পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছি। এতে বাড়তি টাকা খরচ হচ্ছে। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।’
শরীয়তপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর বলেন, ‘বালাখানায় বাসশ্রমিকদের ওপর চিহ্নিত কিছু সন্ত্রাসী বোমা হামলা করেছে। এ সময় সন্ত্রাসীরা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ, রামদা, সেনদা, ঢাল, সড়কি নিয়ে হামলা চালায়।’
আলী মাদবর অভিযোগ করে বলেন, ‘অন্যান্য যানবাহনের শ্রমিকদের সঙ্গে একটি মামলাকে ইস্যু করে অতর্কিতভাবে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। সাধারণ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেউই হতাহত হয়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রী দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে।’
শরীয়তপুরে বাস শ্রমিক ইউনিয়ন ও মালিক সমিতির সদস্যদের ওপর সন্ত্রাসীদের বোমা হামলার প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শরীয়তপুর বাস শ্রমিক ইউনিয়ন। বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর আজ বৃহস্পতিবার দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। বাস না পেয়ে অনেক যাত্রীই বাড়ি ফিরে গেছেন। অনেকে আবার বিকল্প উপায়ে বাড়তি টাকা খরচ করে গন্তব্যে পৌঁছান।
বাস শ্রমিক ইউনিয়ন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটির একপর্যায়ে সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা এলাকায় বাসশ্রমিকদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় শ্রমিকদের ওপর বোমা নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। খবর পেয়ে বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বাচ্চু ব্যাপারী ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরও হামলা চালানো হয়।
আত্মরক্ষার জন্য এ সময় তাঁরা পালং ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা এ সময় ইউনিয়ন কার্যালয় লক্ষ করে একাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটায়।
খবর পেয়ে পালং মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। পুলিশের সহায়তায় বাসমালিক ও শ্রমিকসংগঠনের নেতা-কর্মীরা ঘটনাস্থল থেকে বের হয়ে আসেন। এরপর বাসমালিক ও শ্রমিকসংগঠনের পক্ষ থেকে জেলার সব রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে দুপুর থেকেই বাস চলাচল বন্ধ করে দেয় বাস শ্রমিক ইউনিয়ন।
বৃহস্পতিবার বিকেলে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী কাওসার আহমেদ অফিস শেষ করে বাড়ি ফেরার পথে জানতে পারেন বাস চলাচল বন্ধ। তিনি বলেন, ‘কোনো উপায় না পেয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছি। এতে বাড়তি টাকা খরচ হচ্ছে। কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়া বাস বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছি।’
শরীয়তপুর জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী মাদবর বলেন, ‘বালাখানায় বাসশ্রমিকদের ওপর চিহ্নিত কিছু সন্ত্রাসী বোমা হামলা করেছে। এ সময় সন্ত্রাসীরা বৃষ্টির মতো বোমা নিক্ষেপ, রামদা, সেনদা, ঢাল, সড়কি নিয়ে হামলা চালায়।’
আলী মাদবর অভিযোগ করে বলেন, ‘অন্যান্য যানবাহনের শ্রমিকদের সঙ্গে একটি মামলাকে ইস্যু করে অতর্কিতভাবে শ্রমিকদের ওপর হামলা চালানো হয়েছে। সাধারণ শ্রমিকেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত হামলাকারীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে।’
পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘হামলার ঘটনা শোনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেউই হতাহত হয়নি। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আর যাত্রী দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে বাস চলাচলের জন্য তাদের সঙ্গে আলোচনা চলছে।’
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে