আশিকুর রিমেল, ঢাকা
‘দিন দিন খারাপের দিকে যাইতাছে। ভাইডা বুঝি আমার আর বাঁচে না।' ঢাকার তিনটি হাসপাতালে ঘুরেও করোনা আক্রান্ত ভাইয়ের প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে রোববার সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে কথাগুলো বলছিলেন ধামরাইয়ের আব্দুর রহমান (৭০)।
শ্বাসকষ্টের রোগী হিসেবে বড় ভাই দ্বীন মোহাম্মদকে (৮০) ঢাকা মেডিকেলে ভর্তি করেছিলেন রহমান। পরে করোনা পরীক্ষা করা হলে ফল করোনা পজিটিভ আসে। এরপর সেখান থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ৩ দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও ডিএনসিসি হাসপাতালে আইসিইউ না পাওয়া এনাম মেডিকেলে নিয়ে যাচ্ছি।
অসুস্থ ভাই, ভাইয়ের স্ত্রী, স্ত্রী, ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় রহমান বলেন, '১০ দিন আগে ঢাকা মেডিকেলে নিছি। ওইখানে করোনা ধরা পরছে। এরপর নিছি একটা প্রাইভেট হাসপাতালে। সেখান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে। দুইদিন হইলো এইখানে আছি, এইখানেও (আইসিইউ) ফাঁকা নাই, এখন যাইতাছি এনাম মেডিকেলে।' এক পরিচিতের সুবাদে এনাম মেডিকেলে একটি আইসিইউ শয্যা মিলেছে বলেও উল্লেখ করেন রহমান। তবে প্রতিদিনই দ্বীন মোহাম্মদের শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় শঙ্কাও রয়েছে।
আর্থিক সংকটের কথাও তুলে ধরেন রহমান। জানালেন, সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। সেই চিকিৎসার জন্যই একদফা টাকা গুনতে হয়েছে। সঙ্গে নিয়ে আসা টাকা ফুরিয়ে যাওয়ায় বেসরকারি হাসপাতালের ব্যয় কুলাতে না পেরেই এসেছিলেন ডিএনসিসি হাসপাতালে। নিরুপায় হয়ে আবারও যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। এ প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, ‘১০-১২ দিনে ৪৫ হাজার টাকা খরচ হইয়া গেছে। এখন আরও যে কত লাগবো! জীবনটা তো বাঁচুক।'
এদিকে করোনা পরিস্থিতি অবনতি হলেও হাসপাতালগুলোতে খুব বেশি পরিবর্তন নেই। হাসপাতাল থেকে রোগী ফিরে যাওয়া প্রসঙ্গে ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে ২১২টা আইসিইউ বেড আছে। ৩ শ’র ও বেশি সেন্ট্রাল অক্সিজেনসহ বেড আছে। সব বেডে রোগী আছে। রোগীর চাপ খুব বেশি হওয়ায় অনেককেই ফিরে যেতে হচ্ছে। একজন কোন রোগী সুস্থ হলে আমরা সেখানে কাউকে রিপ্লেস করতে পারি। তবে আমরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আরও ৫০০ জেনারেল বেডকে সেন্ট্রাল অক্সিজেনের আওতায় নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
‘দিন দিন খারাপের দিকে যাইতাছে। ভাইডা বুঝি আমার আর বাঁচে না।' ঢাকার তিনটি হাসপাতালে ঘুরেও করোনা আক্রান্ত ভাইয়ের প্রয়োজনীয় চিকিৎসা করাতে না পেরে রোববার সাভারের এনাম মেডিকেলে নিয়ে যাওয়ার পথে কথাগুলো বলছিলেন ধামরাইয়ের আব্দুর রহমান (৭০)।
শ্বাসকষ্টের রোগী হিসেবে বড় ভাই দ্বীন মোহাম্মদকে (৮০) ঢাকা মেডিকেলে ভর্তি করেছিলেন রহমান। পরে করোনা পরীক্ষা করা হলে ফল করোনা পজিটিভ আসে। এরপর সেখান থেকে নিয়ে একটি বেসরকারি হাসপাতালে ৩ দিন চিকিৎসা নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হলেও ডিএনসিসি হাসপাতালে আইসিইউ না পাওয়া এনাম মেডিকেলে নিয়ে যাচ্ছি।
অসুস্থ ভাই, ভাইয়ের স্ত্রী, স্ত্রী, ছেলেকে নিয়ে অ্যাম্বুলেন্সে যাওয়ার সময় রহমান বলেন, '১০ দিন আগে ঢাকা মেডিকেলে নিছি। ওইখানে করোনা ধরা পরছে। এরপর নিছি একটা প্রাইভেট হাসপাতালে। সেখান থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) হাসপাতালে। দুইদিন হইলো এইখানে আছি, এইখানেও (আইসিইউ) ফাঁকা নাই, এখন যাইতাছি এনাম মেডিকেলে।' এক পরিচিতের সুবাদে এনাম মেডিকেলে একটি আইসিইউ শয্যা মিলেছে বলেও উল্লেখ করেন রহমান। তবে প্রতিদিনই দ্বীন মোহাম্মদের শরীরে অক্সিজেনের মাত্রা কমতে থাকায় শঙ্কাও রয়েছে।
আর্থিক সংকটের কথাও তুলে ধরেন রহমান। জানালেন, সরকারি হাসপাতালে বিনা মূল্যে চিকিৎসা পাওয়ার কথা। সেই চিকিৎসার জন্যই একদফা টাকা গুনতে হয়েছে। সঙ্গে নিয়ে আসা টাকা ফুরিয়ে যাওয়ায় বেসরকারি হাসপাতালের ব্যয় কুলাতে না পেরেই এসেছিলেন ডিএনসিসি হাসপাতালে। নিরুপায় হয়ে আবারও যাচ্ছেন বেসরকারি হাসপাতালে। এ প্রসঙ্গে আব্দুর রহমান বলেন, ‘১০-১২ দিনে ৪৫ হাজার টাকা খরচ হইয়া গেছে। এখন আরও যে কত লাগবো! জীবনটা তো বাঁচুক।'
এদিকে করোনা পরিস্থিতি অবনতি হলেও হাসপাতালগুলোতে খুব বেশি পরিবর্তন নেই। হাসপাতাল থেকে রোগী ফিরে যাওয়া প্রসঙ্গে ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাসির উদ্দিন বলেন, আমাদের হাসপাতালে ২১২টা আইসিইউ বেড আছে। ৩ শ’র ও বেশি সেন্ট্রাল অক্সিজেনসহ বেড আছে। সব বেডে রোগী আছে। রোগীর চাপ খুব বেশি হওয়ায় অনেককেই ফিরে যেতে হচ্ছে। একজন কোন রোগী সুস্থ হলে আমরা সেখানে কাউকে রিপ্লেস করতে পারি। তবে আমরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যেই আরও ৫০০ জেনারেল বেডকে সেন্ট্রাল অক্সিজেনের আওতায় নিয়ে আসার প্রস্তুতি নেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকা-নোয়াখালী রুটে বরাদ্দ নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। এ সময় তাঁরা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি দেড় ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াছিন (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
১ ঘণ্টা আগেঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নের সামাইর এলাকায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে। নিহত শুকুর শিকদার (৩৪) সামাইর গ্রামের গদু সিকদারের ছেলে। তিনি রঙের কাজ করতেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন ধরে জনবলসংকটে ধুঁকছে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা। চার ভাগের এক ভাগ কর্মচারী দিয়ে চলছে কার্যক্রম। জনবলের অভাবে পড়ে আছে দেশের বৃহত্তম এ রেলওয়ে কারখানার ১৫৩ কোটি টাকা ব্যয়ে আমদানি করা মেশিনারিজ।
৩ ঘণ্টা আগে