সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নবীনগর-চন্দ্রা মহসড়কের গাজীপুর নবী টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
শ্রমিকেরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকেরা তিন দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ।
এ নিয়ে আজ দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দলবদ্ধ হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
শ্রমিকদের অবরোধে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে আশুলিয়ার নবীনগর থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত ১১ কিলোমিটার, ঢাকামুখী সড়কে বাড়ইপাড়া নন্দন পার্ক থেকে জিরানী পর্যন্ত ৫ কিলোমিটার, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর চাপ পড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও।
এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট থেকে নবীনগরমুখী সড়কে ৩ কিলোমিটার জটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২, কাশিমপুর থানা–পুলিশ, আশুলিয়া থানা–পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামীকাল শুক্রবার, শনি ও রোববার জাতীয় নির্বাচনের সাধারণ ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে এই সড়ক ব্যবহারকারী উত্তরবঙ্গের যাত্রীরাও পড়েন চরম বিপাকে।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। শিল্প পুলিশ, কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঢাকার সাভারে একটি পোশাক কারখানায় সরকার নির্ধারিত বর্ধিত মজুরি না পাওয়ায় মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে নবীনগর-চন্দ্রা মহসড়কের গাজীপুর নবী টেক্সটাইল এলাকায় এ বিক্ষোভ করেন ডরিন গার্মেন্টসের শ্রমিকেরা। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১১ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশের হস্তক্ষেপে শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়।
শ্রমিকেরা জানান, সম্প্রতি শ্রমিক আন্দোলনের পর সরকার বেতন বৃদ্ধির ঘোষণা দিলেও সে অনুযায়ী বেতন পাননি শ্রমিকেরা। এ ছাড়া শ্রমিকেরা তিন দিনের ছুটি দাবি করলে তা নাকচ করেন কারখানা কর্তৃপক্ষ।
এ নিয়ে আজ দুপুরের পর কারখানার ভেতর শ্রমিকদের মধ্যে উত্তাপ সৃষ্টি হয়। এর একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা দলবদ্ধ হয়ে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেন।
শ্রমিকদের অবরোধে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সড়কে আশুলিয়ার নবীনগর থেকে জিরানী বাসস্ট্যান্ড পর্যন্ত ১১ কিলোমিটার, ঢাকামুখী সড়কে বাড়ইপাড়া নন্দন পার্ক থেকে জিরানী পর্যন্ত ৫ কিলোমিটার, মোজারমিল থেকে বাইপাইল পর্যন্ত ৪ কিলোমিটার যানজট সৃষ্টি হয়। এর চাপ পড়ে বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক ও ঢাকা-আরিচা মহাসড়কেও।
এতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর প্রান্তিক গেট থেকে নবীনগরমুখী সড়কে ৩ কিলোমিটার জটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্পপুলিশ ২, কাশিমপুর থানা–পুলিশ, আশুলিয়া থানা–পুলিশ, সাভার হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগামীকাল শুক্রবার, শনি ও রোববার জাতীয় নির্বাচনের সাধারণ ছুটিকে কেন্দ্র করে ঢাকা ছেড়েছেন অনেকেই। এতে এই সড়ক ব্যবহারকারী উত্তরবঙ্গের যাত্রীরাও পড়েন চরম বিপাকে।
সাভার হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ওসি) শেখ আবুল হাসান বলেন, শ্রমিকেরা সরকার ঘোষিত মজুরির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। শিল্প পুলিশ, কাশিমপুর ও আশুলিয়া থানার পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে সরিয়ে দিলে রাত সাড়ে ৯টার দিকে যান চলাচল শুরু হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মাদ্রাসা, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ১১টার দিকে ১২ জন শিক্ষার্থী রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। এরপর রাত আড়াইটার দিকে হঠাৎ করেই জামিলা ও তানিয়া অসুস্থ হয়ে পড়ে। তারা দুজনই বমি করতে থাকে এবং পেট ব্যাথার কথা জানায়। দ্রুত তাদের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যর
৫ মিনিট আগেবিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
২ ঘণ্টা আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২ ঘণ্টা আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
৩ ঘণ্টা আগে