Ajker Patrika

প্রধানমন্ত্রীর মেট্রোরেল উদ্বোধন: আগারগাঁও-দিয়াবাড়ীর বাসিন্দারা যা যা করতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আপডেট : ২২ ডিসেম্বর ২০২২, ১২: ০৮
প্রধানমন্ত্রীর মেট্রোরেল উদ্বোধন: আগারগাঁও-দিয়াবাড়ীর বাসিন্দারা যা যা করতে পারবেন না

আগামী ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেট্রোরেল উদ্বোধন এবং পরে আগারগাঁও থেকে উত্তরার দিয়াবাড়ী পর্যন্ত মেট্রোরেলে ভ্রমণকে ঘিরে সংশ্লিষ্টদের জন্য একগুচ্ছ বিধিনিষেধ দিয়েছে পুলিশ।

ওই দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে আগারগাঁও থেকে দিয়াবাড়ী পর্যন্ত মেট্রোরেলসংলগ্ন এলাকার বাসিন্দাদের এসব বিধিনিষেধ মানতে হবে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে।

ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরদিন ২৯ ডিসেম্বর মেট্রোরেল যাত্রীদের জন্য উন্মুক্ত করা হবে।

সাত বিধিনিষেধে যা যা আছে—
১. কোনো ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে আগামী ২৯ ডিসেম্বরের আগে নতুন কোনো ভাড়াটিয়া উঠতে পারবেন না। 
২. কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে আগামী ২৮ ডিসেম্বর নতুন কোনো অফিস, দোকান, রেস্টুরেন্ট খোলা যাবে না।
৩. ২৮ ডিসেম্বর মেট্রোরেল-সংলগ্ন কোনো ভবনের বেলকনিতে, ছাদে কাপড় শুকাতে দেওয়া যাবে না এবং কেউ দাঁড়াতে পারবেন না।
৪. ওই সব এলাকার ভবন, বিল্ডিং বা ফ্ল্যাটে ওই দিন কোনো ছবি বা ফেস্টুন লাগানো যাবে না।
৫. মেট্রোরেল-সংলগ্ন কোনো ভবনের কমার্শিয়াল স্পেসে বা আবাসিক হোটেলে ২৮ ডিসেম্বর কেউ অবস্থান করতে পারবেন না।
৬. ওই এলাকার কোনো ভবন বা ফ্ল্যাটে যদি কোনো বৈধ অস্ত্র থাকে, তা ২৫ ডিসেম্বরের মধ্যে থানায় জমা দিতে হবে।
৭. মেট্রোরেলের দুই পাশের সব ব্যাংক বা এটিএম বুথ ২৮ ডিসেম্বর সকাল থেকে উদ্বোধনী অনুষ্ঠান চলা পর্যন্ত বন্ধ রাখতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত