Ajker Patrika

বহিরাগতদের দিয়ে শ্রমিক মারধরের অভিযোগ

বহিরাগতদের দিয়ে শ্রমিক মারধরের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে একটি কারখানার শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে বহিরাগতদের দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে বিক্ষোভ ও অবস্থান করেছে। প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া বাজারের পাশে ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং নামক একটি কারখানায় ওই ঘটনা ঘটে।

খুকি আক্তার নামে এক নারী শ্রমিক জানান, কারখানায় ১৫ দিন কাজ করার পর প্রশাসনিক বিভাগে নতুন কর্মকর্তা যুক্ত হয়। এরপর থেকে আমাদের বিনা নোটিশে বেতন-ভাতা না বুঝিয়ে দিয়ে কারখানা থেকে বের করে দেয়। বহিরাগত স্থানীয় আমিনুল ইসলামকে দিয়ে মারধর করে। এতে আমিসহ কারখানার আরও অনেক শ্রমিক আহত হয়েছে।’

আরেক শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন, ‘বহিরাগতরা আমাদের অনেক মারধর করছে। বেশি বাড়াবাড়ি করলে আমাদের হাত-পা ভেঙে দেবে বলে হুমকি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে।’

ক্যাটেক্স ফ্যাশন ক্লথিং কারখানার সিনিয়র অ্যাডমিন ম্যানেজার আমিনুল ইসলাম রূপক বলেন, ‘আমি কারখানায় নতুন যোগদান করেছি। শ্রমিকদের লিখিত আবেদন করতে বলা হয়েছে। আবেদন পেলে ঈদের আগে তাঁদের বেতন-ভাতা পরিশোধ করা হবে।’ শ্রমিকদের মারধর করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি শ্রমিকদের সঙ্গে কথা বলে চলে যাওয়ার পর কিছু হয়ে থাকলে বলতে পারব না।’

এদিকে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বলেন, ‘এ বিষয়ে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’ শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, শ্রমিকদের মারধর করার কোনো সুযোগ নেই। খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত