Ajker Patrika

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

বিমানবন্দর প্রতিবেদক
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় নারী নিহত

ঢাকা: রাজধানীর উত্তরায় গাড়িচাপায় বদরুন্নেসা (৫৫) নামের একজন নারী নিহত হয়েছেন। নিহত ওই নারী পথে পথে ভিক্ষাবৃত্তির করতেন বলে জানিয়েছে পুলিশ।

উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারের সামনে আজ মঙ্গলবার বেলা ৩টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই গাড়ির চালককে আটক করেছে পুলিশ। তবে আটক হওয়া ওই চালকের পরিচয় জানা যায়নি।

নিহত ওই নারী হলেন কুমিল্লা সদরের ফজর আলীর স্ত্রী। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গীর মকুনের ভূঁইয়া বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ওই নারী রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী হায়েচ গাড়ি তাঁকে চাপা দেয়। পরবর্তীতে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা আরও বলেন, এ ঘটনায় ওই গাড়ি চালককে আটক করে পুলিশে খবর দেয় আশপাশের লোকজন। পরে পুলিশ গাড়িসহ চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নারী নিহত হওয়ার ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে।

অন্যদিকে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) সুমন চন্দ্র দাস বলেন, একটি হায়েচ গাড়ি চাপা দিলে তিনি মারা যান। ওই নারী পেশায় ভিক্ষুক। পথে পথে ভিক্ষাবৃত্তি করত। তার অভিভাবক থানায় আসছেন। আসার পর তাদের সিদ্ধান্ত অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত