Ajker Patrika

ঈদের পর থেকে ক্যানসার হাসপাতালে বন্ধ রেডিয়েশন সেবা, ঝুঁকিতে রোগীরা

ঈদের পর থেকে ক্যানসার হাসপাতালে বন্ধ রেডিয়েশন সেবা, ঝুঁকিতে রোগীরা

ঈদের পর থেকে দেশের একমাত্র বিশেষায়িত ক্যানসার প্রতিষ্ঠান ‘জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে’ বিকিরণ সেবা (রেডিয়েশন) বন্ধ আছে। হাসপাতালের ছয়টি মেশিনের মধ্যে চালু যেই একটি মেশিন দিয়ে সেবাদান চলছিল সেটিও ঈদের পর থেকে বন্ধ রয়েছে। ফলে বিপুলসংখ্যক ক্যানসার রোগী সেবাবঞ্চিত হচ্ছেন।

হাসপাতালের রেডিয়েশন অনকোলোজি বিভাগ সূত্রে জানা গেছে, এই প্রতিষ্ঠানের হাসপাতালের ৬টি মেশিনের মধ্যে দুটি কোবাল্ট এবং বাকি ৪টি লিনিয়ার এক্সিলারেটর মেশিন। এর মধ্য পাঁচটি মেশিন দীর্ঘদিন ধরে নষ্ট পড়ে আছে। লিনিয়ার এক্সিলারেটর-১ ও ২ এবং কোবাল্ট-১ ও ২ মেরামত অযোগ্য ঘোষণা করা দেওয়া হয় ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর। ৪ নম্বর লিনিয়ার এক্সিলারেটর মেশিনটিও প্রায় এক বছর ধরে নষ্ট।

এক বছরেরও বেশি সময় ধরে একটি রেডিয়েশন মেশিন দিয়ে দৈনিক ১০০ থেকে ১১০ জন রোগীকে সেবা দেওয়া হতো। তবে ঈদের পর থেকে সেই সেবা বন্ধ রয়েছে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের প্রতিদিনই আশ্বাস দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এই মেশিনটি ঠিক করতে দেড় কোটি টাকা প্রয়োজন। তবে আমলাতান্ত্রিক জটিলতায় মেশিন আদৌও ঠিক হবে বলে মনে হয় না।

এ প্রসঙ্গে জানতে জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মো. নিজামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোনে বন্ধ পাওয়া গেছে।

জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে রেডিয়েশন অনকোলোজি বিভাগের চিকিৎসকেরা জানান, সবগুলো রেডিয়েশন যন্ত্র নষ্ট থাকায় এখানকার রোগীরা ভয়াবহ দুর্ভোগে পড়েছেন। সময়মতো রেডিও থেরাপি না পাওয়ায় তাদের মৃত্যুঝুঁকি বাড়ছে। এসব রোগীদের বেশির ভাগই দরিদ্র। তাদের পক্ষে বেসরকারি হাসপাতালের ব্যয়বহুল চিকিৎসা নেওয়া সম্ভব নয়। এ ছাড়া ঢাকার অন্য কোনো সরকারি হাসপাতালেও এই সেবা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের কয়েকজন চিকিৎসক জানান, এক সময় প্রতিদিন প্রায় ৭০০ থেকে সাড়ে ৮০০ রোগীকে সেবা দেওয়া হতো। এখন সেখানে সেবা বন্ধ। অথচ প্রায় প্রত্যেক ক্যানসার রোগীর চিকিৎসার একপর্যায়ে রেডিও থেরাপির প্রয়োজন হয়। এখানে কোবাল্ট-৬০ মেশিনে একবার থেরাপি পেতে রোগী ব্যয় মাত্র ১০০ টাকা। অন্যদিকে লিনিয়ার মেশিনের থেরাপি পেতে দিতে হয় ২০০ টাকা। এ ছাড়া সরকারি হাসপাতালে রেডিয়েশন থেরাপির প্লানিং ফি ৫০০ থেকে ১ হাজার ৫০০ টাকা।

অর্থাৎ একজন রোগীকে রেডিও থেরাপির একটি কোর্স সম্পন্ন করতে যদি ছয়বার থেরাপি নিতে হয়, তাহলে ব্যয় হবে সর্বোচ্চ ৬ হাজার ৫০০ টাকা। অন্যদিকে বেসরকারি হাসপাতালে একই সেবা পেতে রোগীকে গুনতে হয় কমপক্ষে ৮৭ হাজার টাকা (কোবাল্ট মেশিনে থেরাপি নিতে)। প্রতি এক্সপোজার ২ হাজার ৫০০ টাকা করে। এর সঙ্গে প্লানিং বাবদ ২৫ হাজার টাকা। একই থেরাপি লিনিয়ার মেশিনে নিতে হলে রোগীকে গুনতে হবে এক লাখ ২২ হাজার টাকা। প্রতি এক্সপোজার ৩ হাজার ৫০০ টাকা করে। সঙ্গে প্লানিং বাবদ আরও ৩৫ হাজার টাকা।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. শেখ দাউদ আদনান আজকের পত্রিকাকে বলেন, ‘একটি রেডিয়েশন মেশিনের সার্ভিস ওয়ারেন্টির মেয়াদ এখনো আছে। মেশিন নষ্ট হলে ওই কোম্পানির দায়িত্ব সেটি ব্যবহার উপযোগী করা। কেন এখনো ঠিক হয়নি খোঁজ নিয়ে দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত