নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিদেশে উচ্চশিক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারের বিরুদ্ধে আদালতের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের সামনে ‘ভুক্তভোগী সহস্রাধিক ছাত্রসমাজ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাশারকে গ্রেপ্তার করা হয়েছে খবর শুনে আজ সকাল ৯টার দিকে সিএমএম আদালত ভবনের সামনে জড়ো হতে থাকেন তাঁরা। এ সময় বাশারের দেওয়া বিভিন্ন ভুয়া চেকের কাগজ দেখান অনেকে।
ভুক্তভোগীরা ‘হুঁশিয়ার সাবধান’; ‘হই হই রই রই, বাশার তুই গেলি কই’; ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে টালবাহানা, শিক্ষা নিয়ে প্রতারণা, চলবে না, চলবে না’; ‘বিচার চাই বিচার চাই, বাশারের বিচার চাই’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা আদালত এলাকায় অবস্থান করছেন।
বিক্ষোভে এক শিক্ষার্থীর অভিভাবক সাখাওয়াত বলেন, ‘ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার চটকদার বিজ্ঞাপন দিয়ে নানাবিধ প্রলোভন দেখাতেন। বাশার ছাত্রছাত্রীদের ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র-কানাডায় পাঠানোর কথা বলে ভুয়া অফার লেটার দেখিয়ে শত শতকোটি টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু চুক্তি অনুযায়ী কোনো ছাত্রছাত্রীকেই বিদেশে পাঠাননি। টাকাও ফেরত দেননি।’
তাহমিনা আক্তার মুন্নী নামের আরেক অভিভাবক বলেন, বাশার ও তাঁর লোকজনের বিরুদ্ধে প্রতারণার অনেক মামলা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও পাঠানো হয়েছে। অথচ টাকা ফেরত না দিয়ে বাশার তাঁর লোকজন দিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা করেছে এবং হত্যার হুমকি দিচ্ছে।
আরও পড়ুন:
বিদেশে উচ্চশিক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম কে খায়রুল বাশারের বিরুদ্ধে আদালতের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। আজ মঙ্গলবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত ভবনের সামনে ‘ভুক্তভোগী সহস্রাধিক ছাত্রসমাজ’-এর ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বাশারকে গ্রেপ্তার করা হয়েছে খবর শুনে আজ সকাল ৯টার দিকে সিএমএম আদালত ভবনের সামনে জড়ো হতে থাকেন তাঁরা। এ সময় বাশারের দেওয়া বিভিন্ন ভুয়া চেকের কাগজ দেখান অনেকে।
ভুক্তভোগীরা ‘হুঁশিয়ার সাবধান’; ‘হই হই রই রই, বাশার তুই গেলি কই’; ‘শিক্ষার্থীদের জীবন নিয়ে টালবাহানা, শিক্ষা নিয়ে প্রতারণা, চলবে না, চলবে না’; ‘বিচার চাই বিচার চাই, বাশারের বিচার চাই’-সহ বিভিন্ন স্লোগান দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা আদালত এলাকায় অবস্থান করছেন।
বিক্ষোভে এক শিক্ষার্থীর অভিভাবক সাখাওয়াত বলেন, ‘ক্যামব্রিয়ান স্কুল ও কলেজ এবং বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার চটকদার বিজ্ঞাপন দিয়ে নানাবিধ প্রলোভন দেখাতেন। বাশার ছাত্রছাত্রীদের ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাষ্ট্র-কানাডায় পাঠানোর কথা বলে ভুয়া অফার লেটার দেখিয়ে শত শতকোটি টাকা আত্মসাৎ করেছেন। কিন্তু চুক্তি অনুযায়ী কোনো ছাত্রছাত্রীকেই বিদেশে পাঠাননি। টাকাও ফেরত দেননি।’
তাহমিনা আক্তার মুন্নী নামের আরেক অভিভাবক বলেন, বাশার ও তাঁর লোকজনের বিরুদ্ধে প্রতারণার অনেক মামলা হয়েছে। আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানাও পাঠানো হয়েছে। অথচ টাকা ফেরত না দিয়ে বাশার তাঁর লোকজন দিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা করেছে এবং হত্যার হুমকি দিচ্ছে।
আরও পড়ুন:
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৪ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে