Ajker Patrika

সমন্বয়কদের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার ছড়াচ্ছে: সারজিস

শরীয়তপুর প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১: ০০
সমন্বয়কদের সফর নিয়ে সোশ্যাল মিডিয়া অপপ্রচার ছড়াচ্ছে: সারজিস

শহীদ পরিবারের কাছে নৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে সমন্বয়কেরা জেলা সফর করছেন বলে মন্তব্য করেছেন ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, ‘কোন রাজনৈতিক বা সাংগঠনিক সভা করতে সমন্বয়কেরা জেলা সফর করছেন না। শহীদ পরিবারের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে জেলা সফর করেছ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। অথচ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে নেতিবাচক পোস্ট আমাদের ব্যথিত করে।’

আজ বুধবার শরীয়তপুরে ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, ‘ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের সহায়তায় সরকার ১০০ কোটি টাকার ফান্ড গঠন করেছে। ধারাবাহিকভাবে আহত ও নিহত প্রত্যেক পরিবারকে এই ফান্ড থেকে সহায়তা দেওয়া হবে।’

এ সময় তিনি ছাত্র আন্দোলনে শহীদ পরিবারকে আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিটি পরিবার থেকে অন্তত একজনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকার এবং স্থানীয় প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

এর আগে সকালে কেন্দ্রীয় সমন্বয়কেরা জেলা ও উপজেলা সমন্বয়কদের সঙ্গে বৈঠক করেন। শেষে শহরের একটি রেস্টুরেন্টে ছাত্র আন্দোলনে নিহত ১২ জন শহীদ ও আহত চারটি পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তারা।

এ সময় সমন্বয়কদের কাছে পেয়ে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। সারজিস আলমও কান্না ধরে রাখতে পারেনি।

পরে বেলা ২টার দিকে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে সভা শেষে শরীয়তপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় মাঠে এক সুধী সমাবেশে বক্তব্য দেন সমন্বয়করা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত