Ajker Patrika

সাভারে চুরি হওয়া ১৩ ধাতব মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
সাভারে চুরি হওয়া ১৩ ধাতব মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ৩ 

সাভারে মন্দির থেকে চুরি হওয়া ১৩টি ধাতব মূর্তি উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে সাভারের মজিদপুর মহল্লা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মূর্তি ছাড়াও অন্য সব মালামাল তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়। 

আজ সোমবার সাভার মডেল থানায় সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী। 

গ্রেপ্তাররা হলেন-সাভারের কাতলাপুরের নির্মল (২৫), পার্শ্ববর্তী মজিদপুর এলাকার মো. আমির হোসেন ব্যাপারী (৫৫) ও ভোলা জেলার সদর থানার বেলু মিয়ার চর গ্রামের শহিদ হাওলাদার (৩৫)। 

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী বলেন, গত ৩০ আগস্ট বেলা ২টার দিকে সাভার দক্ষিণপাড়া এলাকার একটি বাড়ির পারিবারিক মন্দিরের জানালা ভেঙে ১৩টি মূর্তি ও দামি জিনিসপত্র চুরি হয়। এ ঘটনায় গতকাল রোববার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন বাড়ির মালিক।

তিনি বলেন, মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্তের পর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় চুরি যাওয়া ১৩ মূর্তিসহ অন্য সব মালামালও উদ্ধার করা হয়েছে। 

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা মন্দিরের মূর্তি চুরির কথা স্বীকার করেছে। পরে চুরির মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত