Ajker Patrika

দুই বছরের মধ্যে পুলিশে পরিবর্তন দেখবেন: আইজিপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই বছরের মধ্যে পুলিশে পরিবর্তন দেখবেন: আইজিপি

পরিবর্তিত নিয়োগ প্রক্রিয়ায় বাংলাদেশ পুলিশে সাব ইন্সপেক্টর, সার্জেন্ট ও কনস্টেবল নিয়োগের ফলে জব মার্কেট থেকে 'বেষ্ট অব দা বেষ্ট' লোক আসবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এতে আগামী দুই বছরের মধ্যে পুলিশে পরিবর্তন আসবে বলে আশা করছেন তিনি। 

শনিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ পুলিশ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের যৌথ আয়োজনে পরিবর্তিত পদ্ধতিতে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগ কার্যক্রম সম্পর্কিত কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। 

সম্প্রতি নতুন পদ্ধতিতে সম্পন্ন হওয়া  কনস্টেবল নিয়োগ প্রসঙ্গে দেশের জনগণকে নিশ্চয়তা দিয়ে আইজিপি বেনজীর আহমেদ বলেন, 'কনস্টেবল পদে জব মার্কেট থেকে 'বেষ্ট অব দি বেষ্ট' প্রার্থী নিয়োগে আমরা সক্ষম হয়েছি। আমরা মেধার পাশাপাশি শারীরিকভাবে যোগ্য প্রার্থীদের বাছাই করেছি। আগামী এক থেকে দুই বছরের মধ্যে এ ক্ষেত্রে পরিবর্তন দেখবেন।' 

আইজিপি বলেন, 'নতুন প্রক্রিয়ায় কনস্টেবল নিয়োগ ছিল একটি দুঃসাহসিক কাজ। আপনারা বাংলাদেশ পুলিশে এক নব যাত্রার সূচনা করেছেন, সৃষ্টি করেছেন ইতিহাস। আপনারা এ ইতিহাসের অংশ হয়ে রইলেন। 

মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে জানিয়ে আইজিপি বলেন, 'বাংলাদেশ পুলিশকে উন্নত দেশের উপযোগী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কনস্টেবল, সাব-ইন্সপেক্টর ও সার্জেন্ট  নিয়োগ প্রক্রিয়া সংশোধনের মধ্য দিয়ে এ পরিবর্তনের সূচনা করা হয়েছে।' এ সময় তিনি সহকারী পুলিশ সুপার পদে নিয়োগের ক্ষেত্রেও পরিবর্তন আনা হবে বলে উল্লেখ করেন। 

কর্মশালায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন, অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলামসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত