নাজমুল হাসান সাগর, ঢাকা
গায়ে লাল শাড়ি, পায়ে আলতা, মুখে কুমকুম আর অন্যজনের মাথায় মুকুট, পরনে রেশমি পাঞ্জাবি আর মুখে রুমাল। একনজর দেখলেই মনে হবে বিয়ের আসর থেকে সদ্যই উঠে বইমেলায় এসেছেন নবদম্পতি। আজ শুক্রবার মেলায় ঘুরতে থাকা এই নবদম্পতিকে ঘিরে আগ্রহের কমতি ছিল না। রীতিমতো লাইন ধরে ছবি তুলছেন সবাই।
আগ্রহবশত এগিয়ে গিয়ে দেখা গেল, নববধূর হাতে একটি নতুন বই। বইয়ের নাম ‘আজ মিরার বিয়ে’। আর বরের পিঠে সাঁটানো সাদা অফসেট কাগজের পোস্টার। সেটায় লাল রঙে লেখা ‘বইপ্রেমী বর-বধূ’। ‘বই ভালোবাসুন, সুন্দর জীবন গড়ুন’।
ততক্ষণে আর বুঝতে বাকি রইল না—মেলায় আসা নতুন বইয়ের পরিচিতির জন্য এই অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছেন তাঁরা। বইয়ের গায়ে ভালো করে নজর দিতেই পাওয়া গেল ‘আজ মিরার বিয়ে’ নামক উপন্যাসের লেখকের নাম সাইফুল্লাহ নবীন। পাশেই পাওয়া গেল তাঁকে। তিনি নিজেকে একজন লেখক ও অঙ্কনশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার লেখা মেলায় আসা নতুন উপন্যাস “আজ মিরার বিয়ে” বইয়ের জন্য এমন অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছি। শুধু যে বইয়ের প্রচার করতেই এই আয়োজন তা কিন্তু নয়। আমি এই নবদম্পতিকে একটি বইপ্রেমী দম্পতি হিসেবে তুলে ধরে মানুষের মনে বইয়ের প্রতি ভালোবাসা ও টান বাড়ানোর বার্তা দিতে চাই। কোনো নবদম্পতির মধ্যে যে ধরনের প্রেম, আগ্রহ বা মনোযোগ থাকে; বইয়ের প্রতিও যেন সবার এমনটা থাকে। আমি লেখক হলেও আমার ভেতরে শিল্পীসত্তা বাস করে। তাই এ ধরনের নাটকীয়তা সহজেই করতে পারি। মানুষ এগুলো গ্রহণও করে দ্রুত। প্রমাণ আপনি এখানেই দেখতে পাচ্ছেন।’
প্রচারণায় বধূর মডেল হয়েছেন তুলতুল মহান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষকে বই পড়ায় উৎসাহিত করার বার্তা দিতে পারার সঙ্গে দীর্ঘ সময় লাইনে থেকে মানুষের সেলফি তোলার আগ্রহও বেশ আনন্দ দিয়েছে তাঁকে।
বরের ভূমিকায় ছিলেন নবাব আলিবর্দী। একটি বাইং হাউসে চাকরি করেন। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এমন প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
এই প্রচারণার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ নবীন একজন ‘আর্ট’ শিল্পী। বইমেলার স্টল সজ্জার কাজ তিনি করেন। স্টলে স্টলে শোলা দিয়ে করা কারুকাজ তাঁর হাতেই হয়। তাই এই মেলার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরোনো ও গভীর। এবারের মেলায় এসেছে প্রথম উপন্যাস ‘আজ মিরার বিয়ে’। অবশ্য আর্টের কাজে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই তাঁর। মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসেন।
গায়ে লাল শাড়ি, পায়ে আলতা, মুখে কুমকুম আর অন্যজনের মাথায় মুকুট, পরনে রেশমি পাঞ্জাবি আর মুখে রুমাল। একনজর দেখলেই মনে হবে বিয়ের আসর থেকে সদ্যই উঠে বইমেলায় এসেছেন নবদম্পতি। আজ শুক্রবার মেলায় ঘুরতে থাকা এই নবদম্পতিকে ঘিরে আগ্রহের কমতি ছিল না। রীতিমতো লাইন ধরে ছবি তুলছেন সবাই।
আগ্রহবশত এগিয়ে গিয়ে দেখা গেল, নববধূর হাতে একটি নতুন বই। বইয়ের নাম ‘আজ মিরার বিয়ে’। আর বরের পিঠে সাঁটানো সাদা অফসেট কাগজের পোস্টার। সেটায় লাল রঙে লেখা ‘বইপ্রেমী বর-বধূ’। ‘বই ভালোবাসুন, সুন্দর জীবন গড়ুন’।
ততক্ষণে আর বুঝতে বাকি রইল না—মেলায় আসা নতুন বইয়ের পরিচিতির জন্য এই অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছেন তাঁরা। বইয়ের গায়ে ভালো করে নজর দিতেই পাওয়া গেল ‘আজ মিরার বিয়ে’ নামক উপন্যাসের লেখকের নাম সাইফুল্লাহ নবীন। পাশেই পাওয়া গেল তাঁকে। তিনি নিজেকে একজন লেখক ও অঙ্কনশিল্পী পরিচয় দিয়ে আজকের পত্রিকাকে বলেন, ‘আমার লেখা মেলায় আসা নতুন উপন্যাস “আজ মিরার বিয়ে” বইয়ের জন্য এমন অভিনব প্রচারণার আশ্রয় নিয়েছি। শুধু যে বইয়ের প্রচার করতেই এই আয়োজন তা কিন্তু নয়। আমি এই নবদম্পতিকে একটি বইপ্রেমী দম্পতি হিসেবে তুলে ধরে মানুষের মনে বইয়ের প্রতি ভালোবাসা ও টান বাড়ানোর বার্তা দিতে চাই। কোনো নবদম্পতির মধ্যে যে ধরনের প্রেম, আগ্রহ বা মনোযোগ থাকে; বইয়ের প্রতিও যেন সবার এমনটা থাকে। আমি লেখক হলেও আমার ভেতরে শিল্পীসত্তা বাস করে। তাই এ ধরনের নাটকীয়তা সহজেই করতে পারি। মানুষ এগুলো গ্রহণও করে দ্রুত। প্রমাণ আপনি এখানেই দেখতে পাচ্ছেন।’
প্রচারণায় বধূর মডেল হয়েছেন তুলতুল মহান্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা সাহিত্যের তৃতীয় বর্ষের ছাত্রী। মানুষকে বই পড়ায় উৎসাহিত করার বার্তা দিতে পারার সঙ্গে দীর্ঘ সময় লাইনে থেকে মানুষের সেলফি তোলার আগ্রহও বেশ আনন্দ দিয়েছে তাঁকে।
বরের ভূমিকায় ছিলেন নবাব আলিবর্দী। একটি বাইং হাউসে চাকরি করেন। সাহিত্যের প্রতি ভালোবাসা থেকেই এমন প্রচারণায় অংশ নিয়েছেন তিনি।
এই প্রচারণার মূল পরিকল্পনাকারী সাইফুল্লাহ নবীন একজন ‘আর্ট’ শিল্পী। বইমেলার স্টল সজ্জার কাজ তিনি করেন। স্টলে স্টলে শোলা দিয়ে করা কারুকাজ তাঁর হাতেই হয়। তাই এই মেলার সঙ্গে তাঁর সম্পর্ক অনেক পুরোনো ও গভীর। এবারের মেলায় এসেছে প্রথম উপন্যাস ‘আজ মিরার বিয়ে’। অবশ্য আর্টের কাজে কোনো প্রাতিষ্ঠানিক ডিগ্রি নেই তাঁর। মেহেন্দীগঞ্জের পাতারহাট আরসি কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকায় আসেন।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৪ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৩ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে