Ajker Patrika

রাজধানী থেকে গ্রেপ্তার আ.লীগ নেতা শিশির কারাগারে

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর আদালতে আ.লীগ নেতা শিশির। ছবি: আজকের পত্রিকা
নরসিংদীর আদালতে আ.লীগ নেতা শিশির। ছবি: আজকের পত্রিকা

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য ও নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি আলী হোসেন শিশিরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার তাঁকে নরসিংদীর আদালতে হাজির করে পুলিশ; শুনানি শেষে বিচারক এ নির্দেশ প্রদান করেন।

এর আগে গতকাল শনিবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ভাটারা থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রাতেই তাঁকে নরসিংদী গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

নরসিংদী গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি কামরুজ্জামান জানান, গতকাল শনিবার ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে ভাটারা থানা-পুলিশ একাধিক মামলার আসামি শিশিরকে গ্রেপ্তার করে। পরে রাতে নরসিংদী ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। আজ সকালে পুলিশি নিরাপত্তায় তাঁকে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজীর আদালতে হাজির করা হয়।

এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত নথি আনয়ন সাপেক্ষে পরবর্তী সময়ে শুনানি করবেন বলে জানান। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। শিশিরের বিরুদ্ধে বৈষম্যবিরোধী শিক্ষার্থী আন্দোলনে হামলা, হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত