নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে থেকে যাওয়া উর্দুভাষী জনগোষ্ঠী দেশের ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে সব রকমের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়ে অসহায় ও মানবেতর জীবন-যাপন করে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি। পুনর্বাসনসহ ৭ দফা দাবিও জানিয়েছে উর্দুভাষী জনগোষ্ঠীর এই সংগঠনটি। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেছেন সংগঠনের কার্যকরী সভাপতি এম শওকত আলী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শওকত আলী বলেন, ‘১৯৭২ সালে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১ লাখ ৬৯ হাজার উর্দুভাষীদের পাকিস্তানে প্রত্যাবর্তন করা হয়। এরপর পুনরায় আর প্রত্যাবর্তন করা হয়নি। বর্তমানে আমরা পাকিস্তান সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে পাকিস্তান প্রত্যাবর্তন প্রক্রিয়ার দাবির পরিবর্তে এ দেশেই পুনর্বাসিত হতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী ফ্লাইওভার উদ্বোধনের সময় বলছেন-যে উর্দুভাষী জনগোষ্ঠীকে পাকিস্তান সরকার ফিরিয়ে নেয়নি, আমি তাদের এ দেশে সম্মানজনক পুনর্বাসন করে দেবার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। ওনার এই মহানুভবতায় উর্দুভাষী জনগোষ্ঠী আশ্বস্ত ও খুবই আনন্দিত হয়েছে।’
সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের যত দিন পর্যন্ত স্থায়ীভাবে পুনর্বাসন না হয় তত দিন পর্যন্ত তাদের হয়রানি বা উচ্ছেদ করা যাবে না মর্মে একটি সরকারি আদেশ জারি করা, যত দিন পর্যন্ত উর্দুভাষী জনগোষ্ঠীকে পুনর্বাসন হচ্ছে না তত দিন পর্যন্ত প্রণীত বিধি অনুযায়ী ক্যাম্পের সকল সুযোগ-সুবিধাসহ বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা বহাল রাখা, অসহায় গরিব উর্দুভাষীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, সরকারিভাবে উর্দুভাষীদের কোন তালিকা প্রণয়ন ও পুনর্বাসন করা হলে তাতে উক্ত সংগঠনকে সম্পৃক্ত করা, উক্ত সংগঠনের নেতৃবৃন্দের ওপর রুজুকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।’
এ ছাড়াও রাবিতা ট্রাস্টে উর্দুভাষীদের পুনর্বাসনের জন্য হাবিব ব্যাংকে জমাকৃত ৫০০ কোটি রুপি বাংলাদেশ সরকারকে ফেরত দেবার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা, শিক্ষিত ও বেকার যুবকদের সরকারি উদ্যোগে চাকরি প্রদান এবং কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের শিক্ষাবৃত্তির আওতায় এনে বিদেশ প্রেরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
স্বাধীনতা যুদ্ধের পর বাংলাদেশে থেকে যাওয়া উর্দুভাষী জনগোষ্ঠী দেশের ১৩টি জেলায় ৭০টি ক্যাম্পে সব রকমের মৌলিক অধিকার হতে বঞ্চিত হয়ে অসহায় ও মানবেতর জীবন-যাপন করে আসছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংগঠন স্ট্রান্ডেড পাকিস্তানিজ জেনারেল রিপ্যাট্রিয়েশন কমিটি। পুনর্বাসনসহ ৭ দফা দাবিও জানিয়েছে উর্দুভাষী জনগোষ্ঠীর এই সংগঠনটি। রোববার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেছেন সংগঠনের কার্যকরী সভাপতি এম শওকত আলী।
সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে শওকত আলী বলেন, ‘১৯৭২ সালে বাংলাদেশ ও পাকিস্তান সরকারের সার্বিক তত্ত্বাবধানে প্রায় ১ লাখ ৬৯ হাজার উর্দুভাষীদের পাকিস্তানে প্রত্যাবর্তন করা হয়। এরপর পুনরায় আর প্রত্যাবর্তন করা হয়নি। বর্তমানে আমরা পাকিস্তান সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা প্রকাশ করে পাকিস্তান প্রত্যাবর্তন প্রক্রিয়ার দাবির পরিবর্তে এ দেশেই পুনর্বাসিত হতে চাচ্ছি।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কালশী ফ্লাইওভার উদ্বোধনের সময় বলছেন-যে উর্দুভাষী জনগোষ্ঠীকে পাকিস্তান সরকার ফিরিয়ে নেয়নি, আমি তাদের এ দেশে সম্মানজনক পুনর্বাসন করে দেবার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদেশ দিয়েছি। ওনার এই মহানুভবতায় উর্দুভাষী জনগোষ্ঠী আশ্বস্ত ও খুবই আনন্দিত হয়েছে।’
সংবাদ সম্মেলনে সারা বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীদের যত দিন পর্যন্ত স্থায়ীভাবে পুনর্বাসন না হয় তত দিন পর্যন্ত তাদের হয়রানি বা উচ্ছেদ করা যাবে না মর্মে একটি সরকারি আদেশ জারি করা, যত দিন পর্যন্ত উর্দুভাষী জনগোষ্ঠীকে পুনর্বাসন হচ্ছে না তত দিন পর্যন্ত প্রণীত বিধি অনুযায়ী ক্যাম্পের সকল সুযোগ-সুবিধাসহ বিদ্যুৎ, পানি ও নিরাপত্তা বহাল রাখা, অসহায় গরিব উর্দুভাষীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ, সরকারিভাবে উর্দুভাষীদের কোন তালিকা প্রণয়ন ও পুনর্বাসন করা হলে তাতে উক্ত সংগঠনকে সম্পৃক্ত করা, উক্ত সংগঠনের নেতৃবৃন্দের ওপর রুজুকৃত মামলা প্রত্যাহার করার দাবি জানানো হয়।’
এ ছাড়াও রাবিতা ট্রাস্টে উর্দুভাষীদের পুনর্বাসনের জন্য হাবিব ব্যাংকে জমাকৃত ৫০০ কোটি রুপি বাংলাদেশ সরকারকে ফেরত দেবার জন্য কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা, শিক্ষিত ও বেকার যুবকদের সরকারি উদ্যোগে চাকরি প্রদান এবং কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের শিক্ষাবৃত্তির আওতায় এনে বিদেশ প্রেরণের ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
৮ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
১ ঘণ্টা আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে