Ajker Patrika

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ২০: ৪০
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশাধিকার দাবি সম্পাদক পরিষদ ও নোয়াবের 

বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের স্বাধীন প্রবেশাধিকার দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানিয়েছে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ ও মালিকদের সংগঠন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

আজ মঙ্গলবার সম্পাদক পরিষদের সভাপতি মাহফুজ আনাম ও নোয়াব সভাপতি এ কে আজাদ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের ব্যাংক ও আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অলিখিত নিষেধাজ্ঞার কারণে বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকদের জন্য সেখানে প্রবেশের অস্থায়ী পাস দেওয়া বন্ধ রাখা হয়েছে। এতে তাঁরা পেশাগত দায়িত্ব পালনের জন্য গত এক মাসেরও বেশি সময় ধরে সেখানে প্রবেশ করতে পারছেন না। অর্থনীতিবিষয়ক প্রতিবেদন তৈরির সঙ্গে যুক্ত সাংবাদিকেরা প্রতিবাদ জানালেও বিষয়টির সুরাহা হয়নি।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমে যে বক্তব্য দিয়েছেন, তাও সম্পাদক পরিষদ ও নোয়াবের নজরে এসেছে।

মেজবাউল হক বলেন, এখন থেকে সাংবাদিকেরা বাংলাদেশ ব্যাংকের যে কর্মকর্তা পাস দেবেন, শুধু সেই কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন। আগের মতো সাংবাদিকেরা অবাধে কেন্দ্রীয় ব্যাংকের কোনো বিভাগে প্রবেশ করতে পারবেন না।

সম্পাদক পরিষদ ও নোয়াব মনে করে, এমন পদক্ষেপ সাংবাদিকদের প্রবেশে অঘোষিত নিষেধাজ্ঞারই বহিঃপ্রকাশ। গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর। এর ফলে ব্যাংক ও আর্থিক খাত ও দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানার অধিকার থেকে জনগণ বঞ্চিত হবে। এমন ব্যবস্থা প্রকারান্তরে এ খাত নিয়ে জনমনের অনাস্থা আরও বাড়িয়ে তুলবে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক খাতের অনিয়ম-দুর্নীতিকে উৎসাহিত করবে।

এমন নিষেধাজ্ঞাকে স্বাধীন সাংবাদিকতা, গণতন্ত্র এবং মৌলিক ও সাংবিধানিক অধিকারের পরিপন্থীও মনে করেন সম্পাদক পরিষদ ও নোয়াব সভাপতিরা।

এই পরিস্থিতিতে সম্পাদক পরিষদ ও নোয়াব বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের বাধাহীন প্রবেশ দ্রুততার সঙ্গে নিশ্চিত করার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতসহ ধর্ম ব্যবসায়ীরা নারীবিদ্বেষী প্রচারণা চালাচ্ছে: ৬৮ মানবাধিকার সংগঠন

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

ভারতের ব্ল্যাকআউট মহড়া, সীমান্তে আটার মজুত বাড়াচ্ছে পাকিস্তান, যুদ্ধ কি লেগে যাচ্ছে

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত