Ajker Patrika

ফরিদপুরে বালুবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরে বালুবোঝাই ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুর শহরের আঙ্গিনা ব্রিজের ওপরে বালুবোঝাই একটি ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ শুক্রবার বিকেল ৫টার দিকে শহরের গোয়ালচামট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ইনজামুল শেখ (২৮) নামে একজনের নাম জানা গেছে। 

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ চন্দ্র মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আঙ্গিনা ব্রিজের ওপরে একটি ট্রাক মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই যুবকের মৃত্যু হয়।

নিহত ইনজামুল সদর উপজেলার বৈঠাখালী গ্রামের এলাহী শেখের ছেলে। তিনি আলফা ইসলামী ইন্স্যুরেন্সে চাকরি করতেন। ট্রাকটি জব্দ করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছে।

পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় সড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত