Ajker Patrika

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি ছাত্রলীগের

জাবি প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি ছাত্রলীগের

পূর্ব ঘোষণা ছাড়াই ঢাকা-আরিচা মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হলে ভোগান্তিতে পড়ে যাত্রীরা। 

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মহাসড়কে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের দুই শতাধিক ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

নাম প্রকাশে অনিচ্ছুক শাখা ছাত্রলীগের একাধিক নেতা জানান, বিকেল হঠাৎ করে শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বিভিন্ন আবাসিক হলের নেতা-কর্মীদের কল দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসতে বলেন। মিছিলের কথা বলা হলেও একপর্যায়ে সড়ক অবরোধের নির্দেশ দেয় শীর্ষ নেতারা। ফলে এক ঘণ্টা বন্ধ থাকে যান চলাচল। 

এ বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘দেশব্যাপী বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও নয়াপল্টনে পুলিশের ওপর হামলার প্রতিবাদে আমরা অবরোধ কর্মসূচি পালন করেছি। তবে অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহন যাতে নির্বিঘ্নে যাতায়াত করতে পারে সেদিকে নজর রেখেছি।’ 

বিএনপি উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে বাধাগ্রস্ত করছে মন্তব্য করে আক্তারুজ্জামান সোহেল বলেন, ‘বিএনপির সকল ষড়যন্ত্র, সকল চক্রান্তকে রুখে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ ঐক্যবদ্ধ ও প্রতিজ্ঞাবদ্ধ। বিএনপি নতুন করে বাংলাদেশকে বিশ্বের বুকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।’ 

অবরোধে আটকা পড়া সাইদুল হাসান নামে এক যাত্রী বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রোশানলে পড়ে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হচ্ছি। এক ঘণ্টা ধরে গাড়িতে বসে থেকে অধৈর্য হয়ে এখন হেঁটে যাচ্ছি।’ 

ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ রনি হোসেন বলেন, ‘বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ছাত্রলীগ মহাসড়ক অবরোধ করেছে। আমরা ছাত্রলীগের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি, তারা অল্পসময়ের মধ্যে যানচলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেয়। সে অনুযায়ী কিছুক্ষণের মধ্যে তারা অবরোধ কর্মসূচি শেষ করে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত