Ajker Patrika

রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ১৪: ৪২
রাজধানীর বংশালে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার বংশালে বাসার ছাদ থেকে পরে কাজী শাহনাজ (৪২) নামে এক গৃহবধূ মারা গেছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে বংশাল কায়েতটুলি গাঙ্গুলি লেনের বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ভোর সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই নারী মানসিক সমস্যায় ভুগছিলেন। ভোরে বাসার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। 

মৃত শাহনাজের ছেলে মশিউর রহমান জানান, বংশাল কায়েতটুলীতে তাঁদের নিজেদের বাসা। তাঁর বাবার নাম জুয়েল আলম। ভোরে তাঁর মাকে বিছানায় না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। কোথাও না পেয়ে বাড়ির ছাদে গিয়ে দেখেন তার মা নিচে পড়ে আছেন। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। 

মশিউর আরও জানান, তার মায়ের মানসিক সমস্যা ছিল। তিনি ছাদ থেকে লাফিয়ে পড়েছেন, নাকি এমনিতেই পড়ে গিয়েছে তা বলতে পারছেন না। 

উপপরিদর্শক (এসআই) রাজিব ঢালি বলেন, অনেক দিন যাবৎ মানসিক সমস্যায় ভুগছিলেন ওই নারী। ধারণা করা হচ্ছে, পরিবারের সবার অগোচরে বাসার পাঁচতলার ছাদ থেকে লাফিয়ে পড়েছেন। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢামেক মর্গে রাখা আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত