ঢামেক প্রতিনিধি
কর্তৃপক্ষের কাছ থেকে আবাসন সমস্যা নিরসনে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পেলে ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষার্থীরা।
কলেজটির কে-৮০ ব্যাচের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, ‘গতকাল আমরা সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে দেখা করেছি। তাঁর কাছে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। দাবিগুলোর সঙ্গে তাঁরাও একমত পোষণ করেন। তিনি আমাদের জানিয়েছেন, সারা দেশে মেডিকেল কলেজগুলোতে ১৯টি হল তৈরির প্রজেক্ট তাঁদের হাতে রয়েছে। এর মধ্যে দুটি হল ঢাকা মেডিকেল কলেজে করার পরিকল্পনা রয়েছে। এর বরাদ্দ কার্যক্রমের জন্য আগামী মাসে যে একনেক সভা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে এই প্রস্তাব উত্থাপন করবেন এবং সেখানে আমাদের এই প্রস্তাব অগ্রাধিকারসহ তুলে ধরবেন। এ জন্য আমরা শহীদ ডা. ফজলে রাব্বি হলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা ছেড়ে দিয়ে নিচের তিনটি তলায় থাকতে শুরু করেছি।’
কে-৭৯ ব্যাচের আলফাজ হোসাইন সিহাব বলেন, ‘আমাদের কে-৭৮ থেকে কে-৮১ ব্যাচের আবাসনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ পেলেও নবাগত কে-৮২ ব্যাচের আবাসনের কোনো রোডম্যাপ কলেজ কর্তৃপক্ষ দেয়নি। আজকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা এ বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম। তারা বলছেন, তাদের পরিকল্পনা খুব শিগগিরই জানাবেন। তবে তারা যত দিন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে পারছেন না, তত দিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।’
এর আগে, বেশ কিছুদিন ধরে আবাসন সমস্যার সমাধানে ৫ দফা দাবি তুলে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাঁদের আন্দোলনের মুখে ২১ জুন কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি সভা ডেকে একাডেমিক কার্যক্রম বন্ধ ও ২২ জুন দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিক সেই নোটিশ প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন—
কর্তৃপক্ষের কাছ থেকে আবাসন সমস্যা নিরসনে সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পেলে ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অনড় ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৪ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষার্থীরা।
কলেজটির কে-৮০ ব্যাচের শিক্ষার্থী মাহবুব মোর্শেদ সিয়াম বলেন, ‘গতকাল আমরা সচিবালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সঙ্গে দেখা করেছি। তাঁর কাছে আমরা আমাদের যৌক্তিক দাবি তুলে ধরেছি। দাবিগুলোর সঙ্গে তাঁরাও একমত পোষণ করেন। তিনি আমাদের জানিয়েছেন, সারা দেশে মেডিকেল কলেজগুলোতে ১৯টি হল তৈরির প্রজেক্ট তাঁদের হাতে রয়েছে। এর মধ্যে দুটি হল ঢাকা মেডিকেল কলেজে করার পরিকল্পনা রয়েছে। এর বরাদ্দ কার্যক্রমের জন্য আগামী মাসে যে একনেক সভা হবে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে এই প্রস্তাব উত্থাপন করবেন এবং সেখানে আমাদের এই প্রস্তাব অগ্রাধিকারসহ তুলে ধরবেন। এ জন্য আমরা শহীদ ডা. ফজলে রাব্বি হলের সবচেয়ে ঝুঁকিপূর্ণ চতুর্থ তলা ছেড়ে দিয়ে নিচের তিনটি তলায় থাকতে শুরু করেছি।’
কে-৭৯ ব্যাচের আলফাজ হোসাইন সিহাব বলেন, ‘আমাদের কে-৭৮ থেকে কে-৮১ ব্যাচের আবাসনের জন্য সুনির্দিষ্ট রোডম্যাপ পেলেও নবাগত কে-৮২ ব্যাচের আবাসনের কোনো রোডম্যাপ কলেজ কর্তৃপক্ষ দেয়নি। আজকে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আমরা এ বিষয় নিয়ে আলোচনায় বসেছিলাম। তারা বলছেন, তাদের পরিকল্পনা খুব শিগগিরই জানাবেন। তবে তারা যত দিন পর্যন্ত তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা জানাতে পারছেন না, তত দিন পর্যন্ত আমরা ক্লাসে ফিরছি না।’
এর আগে, বেশ কিছুদিন ধরে আবাসন সমস্যার সমাধানে ৫ দফা দাবি তুলে ক্লাস বর্জন করে আন্দোলন করে আসছিলেন ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীরা। তাঁদের আন্দোলনের মুখে ২১ জুন কলেজের একাডেমিক কাউন্সিল জরুরি সভা ডেকে একাডেমিক কার্যক্রম বন্ধ ও ২২ জুন দুপুরের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে তাৎক্ষণিক সেই নোটিশ প্রত্যাখ্যান করেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন—
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ৬ লাখ ৭৯ হাজার টাকার ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সালেহ ফয়সাল (২৭), মনিরুল ইসলাম (৩৪) ও মাসুম রানা (৩২)।
১১ মিনিট আগেএশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পরামর্শকদের পরামর্শ উপেক্ষা করে রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্পে নিম্নমানের কাজ চলছে বলে অভিযোগ উঠেছে। এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকার এ প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। পাঁচটি প্যাকেজের আওতায় প্রকল্পের কাজ চলছে। এর মধ্যে একটি হল
৪১ মিনিট আগেনোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুটি অবৈধ পলিথিন কারখানাকে ৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ১৪ হাজার ১৭৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দ করা হয়।
১ ঘণ্টা আগেরাজধানীর মহাখালী রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে থাকা তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছিল। আজ রোববার (১৭ আগস্ট) সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
২ ঘণ্টা আগে