সাভার (ঢাকা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারের একমাত্র নারী শহীদ নাফিসা হোসেন মারওয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৪ দশমিক ২৫ পেয়েছেন। গত ৫ আগস্ট সাভারে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
আজ মঙ্গলবার বিকেলে সাভারের নামাবাজার এলাকায় নাফিজার মামার বাসায় গিয়ে কথা হয় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় শাহাজউদ্দিন সরকার মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন নাফিসা।
গত ৫ আগস্ট সাভারের থানা রোড মুক্তির মোড় এলাকায় বেলা ৩টার দিকে আন্দোলনে গুলিতে মারা যান নাফিসা। আবুল হোসেন ও কুলসুম বেগম দম্পতির দুই মেয়ের মধ্যে নাফিসা বড়। গ্রামের বাড়ি শরীয়তপুর হলেও বাবার কর্মস্থল টঙ্গী এলাকায় বসবাস করতেন তাঁরা। স্কুলের গণ্ডি পেরিয়ে সাভারে কলেজে ভর্তি হন। এ সময় পরিবারের বাড়তি উপার্জনের উদ্দেশ্যে তাঁর মা পারি জমান প্রবাসে। নাফিসা তখন বেশির ভাগ সময় থাকতেন সাভারের নামাবাজার এলাকায় মামার বাসায়।
ভেজা চোখে নাফিসার স্মৃতিচারণ করেন তাঁর মা কুলসুম বেগম। তিনি বলেন, ‘মেয়ের ইচ্ছা ছিল ফটোগ্রাফার বা গ্রাফিকস ডিজাইনার হওয়ার। রেজাল্ট বের হলে তাকে ল্যাপটপ কিনে দেওয়ার কথা ছিল। নিজের আয় আর আমার টাকা মিলিয়ে জমি কিনবে, বাড়ি বানাবে এমন স্বপ্ন দেখত সে।’
নাফিসার ছোট মামা হজরত আলী রেজা বলেন, জেদি স্বভাবের নাফিসা ছিলেন তাঁর খুবই আদরের। ৩ আগস্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আন্দোলনে অংশ নেন তিনি। ৫ আগস্ট আন্দোলনরত অবস্থায় সাভারে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর বাবার ইচ্ছায় টঙ্গীতে তাঁর লাশ দাফন করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার সাভারের একমাত্র নারী শহীদ নাফিসা হোসেন মারওয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার প্রকাশিত ফলাফলে তিনি জিপিএ ৪ দশমিক ২৫ পেয়েছেন। গত ৫ আগস্ট সাভারে আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
আজ মঙ্গলবার বিকেলে সাভারের নামাবাজার এলাকায় নাফিজার মামার বাসায় গিয়ে কথা হয় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে। ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় শাহাজউদ্দিন সরকার মডেল হায়ার সেকেন্ডারি স্কুল থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়েছিলেন নাফিসা।
গত ৫ আগস্ট সাভারের থানা রোড মুক্তির মোড় এলাকায় বেলা ৩টার দিকে আন্দোলনে গুলিতে মারা যান নাফিসা। আবুল হোসেন ও কুলসুম বেগম দম্পতির দুই মেয়ের মধ্যে নাফিসা বড়। গ্রামের বাড়ি শরীয়তপুর হলেও বাবার কর্মস্থল টঙ্গী এলাকায় বসবাস করতেন তাঁরা। স্কুলের গণ্ডি পেরিয়ে সাভারে কলেজে ভর্তি হন। এ সময় পরিবারের বাড়তি উপার্জনের উদ্দেশ্যে তাঁর মা পারি জমান প্রবাসে। নাফিসা তখন বেশির ভাগ সময় থাকতেন সাভারের নামাবাজার এলাকায় মামার বাসায়।
ভেজা চোখে নাফিসার স্মৃতিচারণ করেন তাঁর মা কুলসুম বেগম। তিনি বলেন, ‘মেয়ের ইচ্ছা ছিল ফটোগ্রাফার বা গ্রাফিকস ডিজাইনার হওয়ার। রেজাল্ট বের হলে তাকে ল্যাপটপ কিনে দেওয়ার কথা ছিল। নিজের আয় আর আমার টাকা মিলিয়ে জমি কিনবে, বাড়ি বানাবে এমন স্বপ্ন দেখত সে।’
নাফিসার ছোট মামা হজরত আলী রেজা বলেন, জেদি স্বভাবের নাফিসা ছিলেন তাঁর খুবই আদরের। ৩ আগস্ট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আন্দোলনে অংশ নেন তিনি। ৫ আগস্ট আন্দোলনরত অবস্থায় সাভারে গুলিবিদ্ধ হয়ে মারা যান। তাঁর বাবার ইচ্ছায় টঙ্গীতে তাঁর লাশ দাফন করা হয়।
নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়াকে শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে লক্ষ্য করে তীব্র ভাষায় বলতে শোনা যায়, ‘আপনারে কে এখানে বসাইছে, আমি তার কইলজা খুলিয়ালামু। আপনার কইলজাও খুলমু।’
৬ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে জাপানি প্রতিনিধিদলটি সোনারগাঁয়ের অনন্য স্থাপত্যকীর্তি প্রাচীন পানাম নগর, বড় সরদারবাড়ি, শিল্পাচার্য জয়নুল আবেদিন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করে।
১৬ মিনিট আগেবগুড়ার আদমদীঘিতে মিনি ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৭০) নামের এক ব্যাটারিচালিত টমটমের চালক নিহত হয়েছেন। এ ছাড়া খন্দকার নিশাত নামের স্কুলশিক্ষক আহত হন। আজ মঙ্গলবার সকালে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাতে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে
১ ঘণ্টা আগে