Ajker Patrika

ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১১: ০৩
মোহাম্মদপুরে ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনা। ছবি: সংগৃহীত
মোহাম্মদপুরে ফরহাদ মজহারের প্রতিষ্ঠান প্রবর্তনা। ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে কবি, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দুই যুবককে বোমা ছুড়ে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘তারাবির নামাজের সময় দুই যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাটের দড়ি দিয়ে প্যাঁচানো দুটি বোতল উদ্ধার করা হয়, যেগুলোতে পেট্রোল ভরা ছিল।’

ইবনে মিজান বলেন, ‘বোমা বিস্ফোরিত হয়নি, ফলে কোনো ক্ষতি হয়নি। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’

ওই বাড়িতে থাকা এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে ওঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাঁদের আগুন লাগার বিষয়ে অবহিত করেন। ওই রিকশাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন।

ফরহাদ মজহার নব্বইয়ের দশকে ‘নয়া কৃষি আন্দোলন’-এর মাধ্যমে নতুন কৃষিবিপ্লবের ডাক দেন। তারই একটি উদ্যোগ ‘শস্য প্রবর্তনা’, যেখানে লাল চালসহ বিভিন্ন ধরনের অরগানিক খাদ্যসামগ্রী পাওয়া যায়। ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই প্রতিষ্ঠানের শাখা আছে। মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের আউটলেটটিতে একটি ছোট খাবারের দোকানও আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত