মানিকগঞ্জ প্রতিনিধি
গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে। সারা দেশে ১ লাখ গায়েবি মামলায় বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের বিএনপির এক আলোচনা সভায় এই দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাদের ভোট দেবে। নির্দলীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় কেন? আসলে গণতন্ত্র ও জনগণকে তাদের ভয়। এ কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না।’
বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না, উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশ কেন স্বাধীন করা হয়েছে? যে আদর্শ ও উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে তা থেকে আওয়ামী লীগের সরকার সরে গেছে। ৫০ বছর আগে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। আজ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল বলে দাবি করে অথচ মুক্তিযুদ্ধে তাদের কী ভূমিকা ছিল?’
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সম্পাদক এসএ জিন্নাহ কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।
গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে। সারা দেশে ১ লাখ গায়েবি মামলায় বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের বিএনপির এক আলোচনা সভায় এই দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাদের ভোট দেবে। নির্দলীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় কেন? আসলে গণতন্ত্র ও জনগণকে তাদের ভয়। এ কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না।’
বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না, উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশ কেন স্বাধীন করা হয়েছে? যে আদর্শ ও উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে তা থেকে আওয়ামী লীগের সরকার সরে গেছে। ৫০ বছর আগে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। আজ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল বলে দাবি করে অথচ মুক্তিযুদ্ধে তাদের কী ভূমিকা ছিল?’
জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সম্পাদক এসএ জিন্নাহ কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে দর্শনার ছয়ঘড়িয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটককৃতরা হলেন দর্শনার নাস্তিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে আব্দুল মমিন (৪৯), ওখোদা বক্সের ছেলে আবুল কালাম আজাদ (৪৭)।
১৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের কাছে আপিল করেছেন ১৩ জন শিক্ষার্থী। আজ মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল ৪টার দিকে জাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক এ কে এম রাশিদুল আলম এ তথ্য নিশ্চিত করেন।
২৮ মিনিট আগেখাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্লকে হত্যাচেষ্টাসহ সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার অভিযোগে মামলা হয়েছে। এতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ সাতজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১২০ জনকে আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগেফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. আশরাফুল মোল্যাকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন
১ ঘণ্টা আগে