Ajker Patrika

বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীর নামে গায়েবি মামলা: মঈন খান

মানিকগঞ্জ প্রতিনিধি
বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীর নামে গায়েবি মামলা: মঈন খান

গায়েবি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে। সারা দেশে ১ লাখ গায়েবি মামলায় বিএনপির ৩৫ লাখ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের বিএনপির এক আলোচনা সভায় এই দাবি করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মঈন খান বলেন, ‘আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে মানুষ তাদের ভোট দেবে। নির্দলীয়, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনকে ভয় পায় কেন? আসলে গণতন্ত্র ও জনগণকে তাদের ভয়। এ কারণে তারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেয় না।’

বিএনপি ক্ষমতার জন্য লড়াই করে না, উল্লেখ করে ড. মঈন খান বলেন, ‘বাংলাদেশ কেন স্বাধীন করা হয়েছে? যে আদর্শ ও উদ্দেশ্যে দেশ স্বাধীন হয়েছে তা থেকে আওয়ামী লীগের সরকার সরে গেছে। ৫০ বছর আগে দেশ স্বাধীন করতে মুক্তিযুদ্ধে লাখ লাখ মানুষ জীবন দিয়েছে। আজ আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের দল বলে দাবি করে অথচ মুক্তিযুদ্ধে তাদের কী ভূমিকা ছিল?’

জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার সভাপতিত্বে ও সম্পাদক এসএ জিন্নাহ কবীরের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন—দলের সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) আবদুস সালাম আজাদ, সহসাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, বিএনপি নেতা গোলাম কিবরিয়া সাঈদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

কনস্যুলেটে আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলা, ব্যবস্থা নিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত