Ajker Patrika

ময়নাতদন্তের জন্য ঢামেকে ছাত্রদল নেতা নুরে আলমের মরদেহ

ঢামেক প্রতিনিধি
ময়নাতদন্তের জন্য ঢামেকে ছাত্রদল নেতা নুরে আলমের মরদেহ

ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলমের (৩৮) মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ বুধবার রাত ৯টার দিকে ফ্রিজিং অ্যাম্বুলেন্স যোগে কমফোর্ট হাসপাতাল থেকে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, তাদের বাবা আবু সালেহ ও মা আফরোজা বেগম অনেক আগেই মারা গেছেন। স্ত্রী সিফাত ও একমাত্র মেয়ে আফরাসহ (৫) পরিবারের সবাই গ্রামের বাড়ি ভোলার সদর চর নোয়াবাদ গ্রামে থাকতেন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে সে ছিল সবার ছোট। নুরে আলম ভোলা সদরে ‘টেন স্পোর্টস’ নামে খেলাধুলার সামগ্রীর দোকানে ছিল। পাশাপাশি ঠিকাদারি করতেন।

আবুল কাশেম আরও জানান, ভোলার সবাই খুব পছন্দ করত নুরে আলমকে। ১৫ বছর রাজনীতি জীবন ছিল নুরে আলমের। ময়নাতদন্তের পর নুরে আলমের মরদেহ ভোলা গ্রামের বাড়িতে নেওয়া হবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, নুরে আলমের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত হবে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। আহত নুরে আলমকে ওই দিন রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা ৩টায় তার মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত