Ajker Patrika

হাতিয়ায় স্থায়ী ফেরি সার্ভিসের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১৬: ২৪
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়ায় স্থায়ী ফেরী সার্ভিসের দাবিতে মানববন্ধন হয়। ছবি: সংগৃহীত
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়ায় স্থায়ী ফেরী সার্ভিসের দাবিতে মানববন্ধন হয়। ছবি: সংগৃহীত

নৌপথের দুর্ভোগ কমাতে হাতিয়া দ্বীপে স্থায়ী ফেরি সার্ভিস চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে হাতিয়ার সম্মিলিত সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বৃহত্তম দ্বীপ হাতিয়া আজও অনিরাপদ ও অনিশ্চিত নৌযোগাযোগের ওপর নির্ভরশীল। স্থায়ী ফেরি সার্ভিসের অভাবে দ্বীপবাসীকে প্রতিদিনই পাড়ি দিতে হয় সীমাহীন দুর্ভোগের সাগর। অতিরিক্ত ভাড়া, দীর্ঘ সময় অপেক্ষা, ভিড়ে ঠাসা নৌযান, মাঝনদীতে নৌকায় যান্ত্রিক ত্রুটি এবং ঝুঁকিপূর্ণ ভ্রমণ যেন নিত্যদিনের বাস্তবতা।

বক্তারা অভিযোগ করেন, যাত্রীদের সঙ্গে অমানবিক আচরণ, হয়রানি ও জিম্মি করে ভাড়া আদায় এখন নিয়মে পরিণত হয়েছে। জরুরি রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী ও ব্যবসায়ীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। উন্নত যোগাযোগব্যবস্থা ছাড়া দ্বীপবাসীর অর্থনৈতিক, সামাজিক ও মানবিক অগ্রগতি অসম্ভব বলে দাবি করেন বক্তারা।

বক্তারা সরকারের প্রতি অবিলম্বে দ্বীপ হাতিয়াতে স্থায়ী ফেরি সার্ভিস চালুর আহ্বান জানান। এ ব্যাপারে দেরি করলে বৃহত্তর আন্দোলন করা হবে বলে হুঁশিয়ারি দেন তাঁরা। মানববন্ধনে হাতিয়ার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষ অংশ নেন। ব্যানার ও প্ল্যাকার্ডে লেখা ছিল ‘ফেরি চাই, বঞ্চনা নয়’, ‘হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সরাসরি সংযোগ চাই’ এবং ‘নৌযান হয়রানি বন্ধ করো’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত