Ajker Patrika

ঈদযাত্রায় যমুনা সেতুতে ১৮ টোল বুথ, মোটরসাইকেলের ৪টি

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি 
টাঙ্গাইলের যমুনা সেতুর টোল প্লাজা। ছবি: সংগৃহীত
টাঙ্গাইলের যমুনা সেতুর টোল প্লাজা। ছবি: সংগৃহীত

ঈদ সামনে রেখে মানুষ বাড়ি ফেরা শুরু করেছে। এতে উত্তরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে যমুনা সেতুতে যানবাহনের চাপ কমাতে এবারে ১৮টি টোল বুথ চালু করা হয়েছে। এর মধ্যে চারটি বুথ বরাদ্দ করা হয়েছে মোটরসাইকেলের জন্য।

সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ঘণ্টায় ৯৩৮টি যানবাহন পারাপার হয়েছে। রোববার রাত ১২টা থেকে সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪২ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩৯ হাজার ৪৩২টি যানবাহন পারাপার হয়েছে। তাতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৫ হাজার ৫০ টাকা। এ ছাড়া অনলাইনে ১৪ লাখ ৪০ হাজার টাকা টোল আদায় হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল আজকের পত্রিকাকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঈদ সামনে রেখে সড়কটিতে ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়ছে।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, ঈদ এলে এই সেতু দিয়ে ৫৫ থেকে ৬০ হাজার যানবাহন পারাপার হয়। এত গাড়ির চাপ সামাল দিতে দরকার আট লেনের সড়ক। আগে এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনে যানবাহন চলাচল করলেও এবার চার লেনে চলাচল করছে। সেতুতে চারটি মোটরসাইকেল বুথসহ ১৮টি বুথে টোল আদায় করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত