মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৩৩) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জের পুলিশ লাইনস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক।
নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা বাচামারা এলাকার মৃত মজিবর হোসেনের ছেলে। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। এ চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নে বাড়ি করে পরিবারসহ থাকতেন। তাঁর দুই বছরের একটি শিশুসন্তান রয়েছে।
নিহতের বন্ধু ফারুক হোসেন বলেন, ‘নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক। দুর্ঘটনার আগে অফিস শেষ করে শহরের বঙ্গবন্ধু চত্বরে ছাত্র-জনতার সঙ্গে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনার শিকার হন নাসির।’
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা-পরবর্তী সময় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে ট্রাকচালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাসির হোসেন (৩৩) নামের এক ছাত্রদল নেতা নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মানিকগঞ্জের পুলিশ লাইনস এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক।
নিহত নাসির হোসেন দৌলতপুর উপজেলা বাচামারা এলাকার মৃত মজিবর হোসেনের ছেলে। তিনি শহরের একটি বেসরকারি ক্লিনিকে চাকরি করতেন। এ চাকরি করে তিনি সদর উপজেলার জাগীর ইউনিয়নে বাড়ি করে পরিবারসহ থাকতেন। তাঁর দুই বছরের একটি শিশুসন্তান রয়েছে।
নিহতের বন্ধু ফারুক হোসেন বলেন, ‘নাসির হোসেন দৌলতপুর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-অর্থ সম্পাদক। দুর্ঘটনার আগে অফিস শেষ করে শহরের বঙ্গবন্ধু চত্বরে ছাত্র-জনতার সঙ্গে বঙ্গবন্ধু ম্যুরাল ভাঙচুরের ঘটনা দেখতে যান এবং ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে লাইভ শেয়ার করেন। সেখান থেকে বাড়ি ফেরার পথেই সড়ক দুর্ঘটনার শিকার হন নাসির।’
এ বিষয়ে জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা-পরবর্তী সময় ট্রাকটি জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের সহকারীকে আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে ট্রাকচালক ও সহকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৩১ মিনিট আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
১ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
১ ঘণ্টা আগেখুলনার নতুন জেলা কারাগার নির্মাণ প্রকল্পের ব্যয় বেড়েছে দ্বিগুণ এবং দফায় দফায় সময় বাড়ানো হয়েছে আটবার। কিন্তু এর নির্মাণকাজ গত ৯ বছরেও শেষ হয়নি। কাজ চলছে ধীরগতিতে। মাটি ভরাট বাকি থাকাসহ কিছু ভবন অসম্পূর্ণ রয়েছে। ফলে গত মে এবং পরে জুলাই মাসে সময় নির্ধারণ করা হলেও গণপূর্ত বিভাগ কারাগারটি...
১ ঘণ্টা আগে