Ajker Patrika

গ্রামীণফোনের চাকরিচ্যুতদের ছত্রভঙ্গ করে কয়েকজনকে তুলে নিয়ে গেল পুলিশ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২০: ৪৪
অন্দোলনরত গ্রামীণফোনের চাকরিচ্যুত কর্মীদের ওপর জলকামানের পানি নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত
অন্দোলনরত গ্রামীণফোনের চাকরিচ্যুত কর্মীদের ওপর জলকামানের পানি নিক্ষেপ করা হয়। ছবি: সংগৃহীত

আন্দোলনরত গ্রামীণফোনের (জিপি) চাকরিচ্যুতদের ওপর জলকামান নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করেছে পুলিশ। এ সময় পুলিশের গাড়িতে নারীসহ কয়েকজনকে তুলে নিয়ে যেতে দেখা যায়। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বসুন্ধরায় জিপি হাউসের সামনে এ ঘটনা ঘটে।

এদিন সকাল থেকে ‘চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে জিপি হাউসের সামনে বিক্ষোভ শুরু করেন চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা।

চাকরিচ্যুত ও অধিকারবঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আবু সাদাত মো. শোয়েব বলেন, ‘ছাঁটাই করা শ্রমিকদের পুনর্বহাল, মুনাফার ৫ শতাংশ বিলম্ব জরিমানাসহ ন্যায্য পাওনার দাবি এবং শ্রমিকস্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত কর্মকর্তাদের বিচারের দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর পুলিশ জলকামান চালিয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করেছে।’

এক মাস ধরে অবৈধভাবে চাকরিচ্যুত করার অভিযোগে এবং ছাঁটাই করা শ্রমিকদের কাজে পুনর্বহালের দাবিতে জিপি হাউসের সামনে বিক্ষোভ করছে বঞ্চিত গ্রামীণফোন শ্রমিক ঐক্য পরিষদ। বিক্ষোভে অংশ নেওয়া কর্মীরা অভিযোগ করেন, ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত ৩ হাজার ৩৬০ জন কর্মচারীকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে।

আন্দোলনকারী কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়। ছবি: সংগৃহীত
আন্দোলনকারী কয়েকজনকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়। ছবি: সংগৃহীত

চাকরিচ্যুত কর্মীরা ‘ন্যায্য পাওনা আদায় চাই, কারও দয়া নয়’, ‘জিপি ম্যানেজমেন্টের দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘এক দফা এক দাবি, ৫ শতাংশ মুনাফা দিবি’, ‘গ্রামীণফোনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ম্যানেজমেন্টের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘বকেয়া না দিলে, পিঠের চামড়া থাকবে না রে’, ‘জাস্টিস জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি স্লোগান দেন এবং বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

তাঁরা বলেন, ‘গ্রামীণফোন একটি দানব প্রতিষ্ঠান। কোনো নোটিশ ছাড়াই ই-মেইলের মাধ্যমে কর্মীদের এক দিনের মধ্যে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির মুনাফার ৫ শতাংশ পাওয়ার ন্যায্য অধিকার আমাদের। আমরা এই অন্যায়ের বিচার চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত