নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেছিলেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম।
বিচারক আস-সামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলা খারিজ করে দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাদীর আইনজীবী ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে জানান, ট্রাইবুনাল আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, এনএসপিডিএল নামক একটি ডেভেলপার কোম্পানির মালিক বাদী। মেয়র আতিকুল ইসলাম তাঁর সঙ্গীয় লোকজনের সহযোগিতায় বাদী ও তাঁর প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া ও ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তাঁর পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন।
মামলার আর্জিতে আরও বলা হয়েছে, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭ দশমিক ৯০ একর জমি থেকে দুই একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনাদি ভেঙে দখল করে ক্ষমতার অপব্যবহার করেছেন মেয়র।
ঘটনার দিন বেলা ১১টার দিকে মেয়র আতিকের উপস্থিতিতে ড্রেজার, এক্সকাভেটর (ভেকু), ড্রামট্রাকসহ নানা স্থাপনা ভাঙার সরঞ্জাম নিয়ে ভাঙচুর ও দখল করে নেওয়া হয়। এতে বাদীর পাঁচ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে এলে মেয়র আতিকের নির্দেশে তাঁর সঙ্গীরা তাঁদের মারধর করেন।
আর্জিতে আরো বলা হয়, স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য-উপাত্ত প্রকাশ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
তা ছাড়া মেয়র আতিক বাদী ও তার প্রতিষ্ঠানের নামে মোটা অঙ্কের ঘুষ ও চাঁদা দাবি করেছেন। মেয়র পদের ক্ষমতার অপব্যবহার করে বাদীর মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। তাই আতিকুল ইসলামের মেয়র পদে থাকার অধিকার নেই। এসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/ ২৯ ধারায় মেয়র আতিক অপরাধ করেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলা খারিজ করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলা দায়ের করেছিলেন রাজধানীর ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের রূপকার মো. আব্দুর রহিম।
বিচারক আস-সামছ জগলুল হোসেন বাদীর জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলা খারিজ করে দেন।
ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী শামীম আল মামুন খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বাদীর আইনজীবী ফারুক আহম্মেদ আজকের পত্রিকাকে জানান, ট্রাইবুনাল আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, এনএসপিডিএল নামক একটি ডেভেলপার কোম্পানির মালিক বাদী। মেয়র আতিকুল ইসলাম তাঁর সঙ্গীয় লোকজনের সহযোগিতায় বাদী ও তাঁর প্রতিষ্ঠানের সম্পত্তি জোর করে দখল করেন। মেয়র আতিকুল ইসলামের হুকুম ও অন্য আসামিদের সহযোগিতায় বিভিন্ন মিডিয়া ও ডিজিটাল ডিভাইসে ইচ্ছাকৃতভাবে বাদী ও তাঁর পরিবার নিয়ে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শন ও মানহানিকর তথ্য প্রকাশ করেছেন।
মামলার আর্জিতে আরও বলা হয়েছে, গত ২ জুন ভূমি মন্ত্রণালয়ের সঙ্গে পরস্পর যোগসাজশে ড্রেন ও খালের জমি অবৈধ দখল উচ্ছেদের নামে ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ৪৭ দশমিক ৯০ একর জমি থেকে দুই একর জমি ও তার ওপর নির্মিত স্থাপনাদি ভেঙে দখল করে ক্ষমতার অপব্যবহার করেছেন মেয়র।
ঘটনার দিন বেলা ১১টার দিকে মেয়র আতিকের উপস্থিতিতে ড্রেজার, এক্সকাভেটর (ভেকু), ড্রামট্রাকসহ নানা স্থাপনা ভাঙার সরঞ্জাম নিয়ে ভাঙচুর ও দখল করে নেওয়া হয়। এতে বাদীর পাঁচ কোটি টাকা ক্ষতি হয়। এ সময় প্রকল্প এলাকায় বসবাসকারী লোকজন এগিয়ে এলে মেয়র আতিকের নির্দেশে তাঁর সঙ্গীরা তাঁদের মারধর করেন।
আর্জিতে আরো বলা হয়, স্থাপনা ভাঙার পর মেয়র আতিক বাদীর নামে ডিজিটাল ডিভাইসে আক্রমণাত্মক, মিথ্যা, ভীতি প্রদর্শনমূলক তথ্য-উপাত্ত প্রকাশ করেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
তা ছাড়া মেয়র আতিক বাদী ও তার প্রতিষ্ঠানের নামে মোটা অঙ্কের ঘুষ ও চাঁদা দাবি করেছেন। মেয়র পদের ক্ষমতার অপব্যবহার করে বাদীর মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। তাই আতিকুল ইসলামের মেয়র পদে থাকার অধিকার নেই। এসব কারণে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫/ ২৯ ধারায় মেয়র আতিক অপরাধ করেছেন।
নোয়াখালীর সুবর্ণচরে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে সমন্বিত মৎস্য খামার। মাছ চাষের পাশাপাশি একই স্থানে হাঁস-মুরগি ও গবাদিপশু পালন করে বেশ ভালো লাভ করছেন খামারিরা। তবে অর্থনৈতিক সুবিধার আড়ালে স্বাস্থ্য ও পরিবেশের জন্য এক অদৃশ্য হুমকি হয়ে উঠেছে সমন্বিত এ খামারপদ্ধতি।
২ ঘণ্টা আগেবিশাল সেতু। তারই দুই পাশে পাড় দখল করে স্থাপনা নির্মাণের হিড়িক পড়েছে। কেউ নির্মাণ করছে বাড়ি। কেউ কেউ নির্মাণ করছে দোকানপাট। এ ছাড়া মাটি কেটে নিজেদের ইচ্ছামাফিক সীমানা তৈরি করে সেতুর জমি ভোগদখল করছে। স্থাপনা নির্মাণের জন্য কেউ কেউ সেতুর সিসি ব্লকও কেটে ফেলেছে।
২ ঘণ্টা আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ছিলেন জান মোহাম্মদ। এই প্রতিষ্ঠানের খাদ্য পরিদর্শক ও সদর খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকিলা নাসরিন। এই দুজনের নেতৃত্বে গড়ে উঠেছে দুর্নীতির সিন্ডিকেট। এই সিন্ডিকেট ভাঙতে জান মোহাম্মদকে বদলি করা হয়েছে। তবে তিনি নতুন কর্মস্থলে যোগ না দিয়ে...
২ ঘণ্টা আগেফুটে আছে জারুল, কৃষ্ণচূড়া, হিজল, সোনালু, বন বেলি। দিনে ক্যাম্পাসজুড়ে এমন ফুল চোখে পড়ছে। আর রাতে আলোর রোশনাই। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক হয়ে ভেতরে ঢুকলেই চোখে পড়বে আলোর ঝলকানি। প্রতিটি ভবনে করা হয়েছে লাল-নীল রঙের আলোকসজ্জা। এই চিত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি)।
২ ঘণ্টা আগে