Ajker Patrika

সেই মন্দিরের ভাঙা সীমানা প্রাচীর নির্মাণ করে দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২২, ২২: ৪৭
সেই মন্দিরের ভাঙা সীমানা প্রাচীর নির্মাণ করে দেবে পুলিশ

রাজধানীর পুরান ঢাকার রাধাকান্ত জিউর মন্দিরের ভেঙে ফেলা ‘বিরোধপূর্ণ’ সীমানা প্রাচীর নতুনভাবে নির্মাণ করে দেবে পুলিশ। পুলিশের পক্ষ থেকেই এ কাজের ব্যয় বহন করা হবে। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ। 

গতকাল বিকেলে তিনি জানান, বিষয়টি নিয়ে ডিসি কার্যালয়ে মন্দির কমিটির লোকজনের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। যারা ওই সীমানাপ্রাচীর ভেঙেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুলিশ নিজ খরচে ওই প্রাচীর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলিশকে সহযোগিতা করবেন। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকনের ওই মন্দিরের পাশের জমিটি বিরোধপূর্ণ। ওই জমির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। আর প্রাচীর ভাঙার ঘটনায় মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি যথাযথভাবে তদারকি করা হবে। 

এ বিষয়ে ওই মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস আজকের পত্রিকাকে জানান, ডিসি কার্যালয়ের বৈঠকে হামলাকারীদের আসতে বলা হলেও তাদের পক্ষ থেকে কেউ আসেনি। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে করা মামলার তদন্ত তদারকি করা এবং ভেঙে ফেলা সীমানা প্রাচীর পুলিশের পক্ষ থেকে নতুনভাবে নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়েছে। 

গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দিরের পাশের একটি অংশের সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় মন্দিরের দুজন আহত হন। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত