নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পুরান ঢাকার রাধাকান্ত জিউর মন্দিরের ভেঙে ফেলা ‘বিরোধপূর্ণ’ সীমানা প্রাচীর নতুনভাবে নির্মাণ করে দেবে পুলিশ। পুলিশের পক্ষ থেকেই এ কাজের ব্যয় বহন করা হবে। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ।
গতকাল বিকেলে তিনি জানান, বিষয়টি নিয়ে ডিসি কার্যালয়ে মন্দির কমিটির লোকজনের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। যারা ওই সীমানাপ্রাচীর ভেঙেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুলিশ নিজ খরচে ওই প্রাচীর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলিশকে সহযোগিতা করবেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকনের ওই মন্দিরের পাশের জমিটি বিরোধপূর্ণ। ওই জমির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। আর প্রাচীর ভাঙার ঘটনায় মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি যথাযথভাবে তদারকি করা হবে।
এ বিষয়ে ওই মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস আজকের পত্রিকাকে জানান, ডিসি কার্যালয়ের বৈঠকে হামলাকারীদের আসতে বলা হলেও তাদের পক্ষ থেকে কেউ আসেনি। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে করা মামলার তদন্ত তদারকি করা এবং ভেঙে ফেলা সীমানা প্রাচীর পুলিশের পক্ষ থেকে নতুনভাবে নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দিরের পাশের একটি অংশের সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় মন্দিরের দুজন আহত হন। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছে।
রাজধানীর পুরান ঢাকার রাধাকান্ত জিউর মন্দিরের ভেঙে ফেলা ‘বিরোধপূর্ণ’ সীমানা প্রাচীর নতুনভাবে নির্মাণ করে দেবে পুলিশ। পুলিশের পক্ষ থেকেই এ কাজের ব্যয় বহন করা হবে। স্থানীয় আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপ-কমিশনার শাহ ইফতেখার আহমেদ।
গতকাল বিকেলে তিনি জানান, বিষয়টি নিয়ে ডিসি কার্যালয়ে মন্দির কমিটির লোকজনের সঙ্গে বৈঠক হয়েছে। পুলিশের কর্মকর্তারাও বৈঠকে উপস্থিত ছিলেন। যারা ওই সীমানাপ্রাচীর ভেঙেছেন তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই পুলিশ নিজ খরচে ওই প্রাচীর নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ কাজে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলিশকে সহযোগিতা করবেন।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, পুরান ঢাকার লালমোহন সাহা স্ট্রিটে অবস্থিত ইসকনের ওই মন্দিরের পাশের জমিটি বিরোধপূর্ণ। ওই জমির ব্যাপারে সিদ্ধান্ত দেবেন আদালত। আর প্রাচীর ভাঙার ঘটনায় মন্দির কর্তৃপক্ষের দায়ের করা মামলাটি যথাযথভাবে তদারকি করা হবে।
এ বিষয়ে ওই মন্দিরের সাধারণ সম্পাদক রুপানুগা গৌড় দাস আজকের পত্রিকাকে জানান, ডিসি কার্যালয়ের বৈঠকে হামলাকারীদের আসতে বলা হলেও তাদের পক্ষ থেকে কেউ আসেনি। এ ঘটনায় মন্দিরের পক্ষ থেকে করা মামলার তদন্ত তদারকি করা এবং ভেঙে ফেলা সীমানা প্রাচীর পুলিশের পক্ষ থেকে নতুনভাবে নির্মাণ করে দেওয়ার কথা বলা হয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মন্দিরের পাশের একটি অংশের সীমানা প্রাচীর ভাঙচুর করা হয়। এ সময় মন্দিরের দুজন আহত হন। এ ঘটনায় ওয়ারী থানায় একটি মামলা হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে