জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রল আড়াই টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫ টাকা ও অকটেনের দাম আড়াই টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
আজ মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গত ৩১ মার্চ লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করে সরকার। তবে অপরিবর্তিত থাকে পেট্রল, অকটেনের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এখন থেকে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে। এতে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য ঘোষণা করবে সরকার।
২০২২ সালের ৫ আগস্ট রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা আদেশে ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ৩৪ টাকা এবং পেট্রল ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা লিটার, পেট্রল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এটাই ছিল জ্বালানি তেলের দাম বাড়ানোর সর্বোচ্চ রেকর্ড।
তখন গণপরিবহনের ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ। তার আগে ২০২১ সালের নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় করা হয়। ওই সময়েও পরিবহন ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ।
আইএমএফের কাছ থেকে সরকার ৪ বিলিয়ন ডলার ঋণ নেয়। এই ঋণের শর্ত ছিল জ্বালানি, বিদ্যুৎ কৃষিসহ বেশ কিছু খাতে ভর্তুকি তুলে দেওয়া। এরই অংশ হিসেবে জ্বালানি থেকে ভর্তুকি তুলে দেওয়ার নীতি গ্রহণ করেছে সরকার।
জ্বালানি তেলের দাম বাড়াল সরকার। ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা বাড়িয়ে ১০৭ টাকা, পেট্রল আড়াই টাকা বাড়িয়ে ১২৪ দশমিক ৫ টাকা ও অকটেনের দাম আড়াই টাকা বাড়িয়ে ১২৮ দশমিক ৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।
আজ মঙ্গলবার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে, গত ৩১ মার্চ লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ২ টাকা ২৫ পয়সা কমিয়ে ১০৬ টাকা নির্ধারণ করে সরকার। তবে অপরিবর্তিত থাকে পেট্রল, অকটেনের দাম। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় রেখে এখন থেকে সরকার জ্বালানি তেলের মূল্য সমন্বয় করবে। এতে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য ঘোষণা করবে সরকার।
২০২২ সালের ৫ আগস্ট রাতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জারি করা আদেশে ডিজেল ও কেরোসিন লিটারপ্রতি ৩৪ টাকা এবং পেট্রল ও অকটেনে ৪৬ টাকা দাম বাড়ানো হয়েছিল। তখন ডিজেল ও কেরোসিনের দাম ১১৪ টাকা লিটার, পেট্রল ১৩০ টাকা এবং অকটেন ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এটাই ছিল জ্বালানি তেলের দাম বাড়ানোর সর্বোচ্চ রেকর্ড।
তখন গণপরিবহনের ভাড়া বেড়েছিল সর্বোচ্চ ২২ শতাংশ। তার আগে ২০২১ সালের নভেম্বরে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকায় করা হয়। ওই সময়েও পরিবহন ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ।
আইএমএফের কাছ থেকে সরকার ৪ বিলিয়ন ডলার ঋণ নেয়। এই ঋণের শর্ত ছিল জ্বালানি, বিদ্যুৎ কৃষিসহ বেশ কিছু খাতে ভর্তুকি তুলে দেওয়া। এরই অংশ হিসেবে জ্বালানি থেকে ভর্তুকি তুলে দেওয়ার নীতি গ্রহণ করেছে সরকার।
চট্টগ্রাম নগরীতে পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে ব্যানার নিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ। এ সময় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও ছিলেন।
২ মিনিট আগেসাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের নামে ইস্যু করা ১১টি চেক ব্যবহার করে চারটি ব্যাংক থেকে ১ কোটি ৭৬ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জাবেদের পারিবারিক প্রতিষ্ঠান আরামিট গ্রুপের কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১০ মিনিট আগেখাগড়াছড়ি সদর উপজেলায় গতকাল মঙ্গলবার রাতে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে এক স্কুলছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার প্রতিবাদে ও অভিযুক্ত ব্যক্তিদের বিচারের দাবিতে আগামীকাল বৃহস্পতিবার আধা বেলা সড়ক অবরোধের ডাক দিয়েছে জুম্ম ছাত্র-জনতা। সে সঙ্গে তিন পার্বত্য জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বর্জনের ঘোষণ
২৯ মিনিট আগেসাভারের হেমায়তপুরে জয়নাবাড়ি এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা এ সময় নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় ব্যবসায়ী শাহজাহানের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে।
৪৩ মিনিট আগে