নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে খন্দকার মাহবুব হোসেনকে আমরা উজ্জ্বল নক্ষত্র হিসেবে গ্রহণ করেছিলাম। সেই উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। আমরা দেখেছি, খন্দকার মাহবুব কোনো মামলায় হেরে গিয়েও হাসতে হাসতে চলে এসেছেন। এটা আমাদের অনুপ্রাণিত করেছে।’ এ সময় খন্দকার মাহবুবের মৃত্যুতে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আদালতের প্রতি চাপ সৃষ্টি করার চেষ্টা কখনো করেননি খন্দকার মাহবুব। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যাবজ্জীবন সাজা কত দিন খাটতে হবে, এটা তাঁর শুনানির মধ্য দিয়েই সিদ্ধান্ত হয়েছে।’
পরে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেন প্রধান বিচারপতি।
এদিকে জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে প্রধান বিচারপতি কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল ও বিএনপি অফিসের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মারা যান ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন। এর আগে ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে খন্দকার মাহবুব হোসেনকে আমরা উজ্জ্বল নক্ষত্র হিসেবে গ্রহণ করেছিলাম। সেই উজ্জ্বল নক্ষত্র খসে পড়ল। আমরা দেখেছি, খন্দকার মাহবুব কোনো মামলায় হেরে গিয়েও হাসতে হাসতে চলে এসেছেন। এটা আমাদের অনুপ্রাণিত করেছে।’ এ সময় খন্দকার মাহবুবের মৃত্যুতে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে জানান প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের জানাজায় অংশ নিয়ে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আজ রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেন, ‘সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য আদালতের প্রতি চাপ সৃষ্টি করার চেষ্টা কখনো করেননি খন্দকার মাহবুব। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। যাবজ্জীবন সাজা কত দিন খাটতে হবে, এটা তাঁর শুনানির মধ্য দিয়েই সিদ্ধান্ত হয়েছে।’
পরে সোমবার দ্বিতীয়ার্ধে উচ্চ আদালতের বিচারকাজ বন্ধ থাকবে বলে ঘোষণা দেন প্রধান বিচারপতি।
এদিকে জানাজায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, আইনজীবী, সুপ্রিম কোর্ট বারের কর্মকর্তা-কর্মচারীসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে প্রধান বিচারপতি কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে বসুন্ধরা আবাসিক এলাকা, মিরপুরে খন্দকার মাহবুব হোসেন চক্ষু হাসপাতাল ও বিএনপি অফিসের সামনে জানাজা অনুষ্ঠিত হয়।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ১০টা ৪০ মিনিটে মারা যান ফৌজদারি আইন বিশেষজ্ঞ খন্দকার মাহবুব হোসেন। এর আগে ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় নেওয়া হয় লাইফ সাপোর্টে।
জানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১১ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগেচিঠি ছাড়াও বিদেশ অথবা দেশে আপনজনের কাছে টাকা পাঠাতে একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এটি। বর্তমান বিশ্বায়নের যুগে ই-মেইল, অনলাইন আর মোবাইল ব্যাংকিংয়ের সুবাদে এই পোস্ট অফিসের গুরুত্ব এখন আর নেই বললেই চলে। তবু এখনো এই পোস্ট অফিসে জীবনবীমা, সঞ্চয়পত্রের টাকা জামানত রাখা কিংবা জরুরি কাগজপত্র পাঠাতে নির্ভরযোগ্য
১ ঘণ্টা আগে