Ajker Patrika

রাজধানীর রামপুরার বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

ঢামেক প্রতিবেদক
আপডেট : ০৭ জুলাই ২০২৩, ২০: ৫৯
রাজধানীর রামপুরার বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা এলাকার একটি বাসা থেকে রিয়া মনি (১৬) নামে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বেলা ২টার দিকে রামপুরার নতুনবাগ ২ নম্বর লোহারগেট এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা গলায় ফাঁস দিয়ে মেয়েটি আত্মহত্যা করেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নগর গ্রামের রিপন মিয়া ও আমেনা বেগম দম্পতির মেয়ে রিয়া। ঢাকার সাভারে তার খালার বাসায় থাকত। 

রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা আজকের পত্রিকাকে বলেন, ঢাকার সাভারে খালার বাসায় থাকত মেয়েটি। পেশায় তেমন কিছুই করত না। রামপুরার ওই বাসায় রিয়ার বাবা ও সৎমা থাকতেন।

তিনি আরও বলেন, ঈদের পরদিন রিয়ার বাবা সাভার থেকে রামপুরার বাসায় নিয়ে আসেন রিয়াকে। রিয়ার বাবা ও সৎমা দুজনই চাকরি করেন। শুক্রবার সকালে তাঁরা রিয়াকে বাসায় রেখে কাজে চলে যান। বেলা ১টার দিকে বাসায় ফিরে রুমের দরজা বন্ধ দেখতে পান। ধাক্কা দিলে দরজা খুলে যায় এবং ভেতরে ঢুকে রিয়াকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হয়। দুপুরে ওই বাসায় গিয়ে পুলিশ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে ধারণা হচ্ছে রিয়া ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে  আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত জানতে আরও তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত