ফরিদপুর প্রতিনিধি
খুলনা বিভাগীয় জ্বালানি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল পাঠানো শুরু করেছে।
খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’
জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির এই সদস্য জানান, গতকাল ডাকা বৃহত্তর ফরিদপুরের পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সকাল থেকে পাম্পগুলো স্বাভাবিক রয়েছে।
খুলনা জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় চলমান অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন ও ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু করার অনুরোধ করা হয়।
এর আগে গত ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তাতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রল পাম্প মালিক সমিতি।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।
খুলনা বিভাগীয় জ্বালানি ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদককে গ্রেপ্তারের প্রতিবাদে ডাকা কর্মসূচি স্থগিত ঘোষণার পর আজ বুধবার সকাল থেকে বিভাগের সব ডিপো থেকে তেল উত্তোলন শুরু হয়েছে। একই সঙ্গে বন্ধ হওয়া খুলনা ও বৃহত্তর ফরিদপুরের ১৬ জেলায় তেল পাঠানো শুরু করেছে।
খুলনা অঞ্চলের (বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগ) জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির কার্যনির্বাহী সদস্য ও ফরিদপুর পেট্রল পাম্প মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন।
সাইফুল ইসলাম বলেন, ‘খুলনার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসের ভিত্তিতে ট্যাংকলরি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী কর্মসূচি স্থগিত করা হয়েছে। আজ সকাল থেকে খুলনা ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের জন্য ট্যাংকলরি লোড শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে।’
জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতির এই সদস্য জানান, গতকাল ডাকা বৃহত্তর ফরিদপুরের পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচিও স্থগিত করা হয়েছে। সকাল থেকে পাম্পগুলো স্বাভাবিক রয়েছে।
খুলনা জ্বালানি ট্যাংকলরি মালিক সমিতি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে ফলপ্রসূ আলোচনা ও আশ্বাসের ভিত্তিতে খুলনা বিভাগসহ বৃহত্তর ফরিদপুর জেলায় চলমান অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের কর্মসূচি স্থগিত করা হয়। বিজ্ঞপ্তিতে আজ বুধবার থেকে ডিপো থেকে তেল উত্তোলন, ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন ও ফিলিং স্টেশন থেকে তেল বিক্রি শুরু করার অনুরোধ করা হয়।
এর আগে গত ২৬ জানুয়ারি থেকে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। তাতে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুরের (ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, গোপালগঞ্জ ও শরীয়তপুর) ১৬ জেলায় তেল সরবরাহ বন্ধ হয়ে যায় এবং পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেয়। এই কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল থেকে বৃহত্তর ফরিদপুর ও খুলনা বিভাগে পেট্রল পাম্প ধর্মঘটের কর্মসূচি দিয়েছিল নিজ নিজ জেলার পেট্রল পাম্প মালিক সমিতি।
প্রসঙ্গত, গত রোববার দুপুরে খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। গত বছরের ২১ আগস্ট খুলনা নগরের খালিশপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার আসামি তিনি।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
২ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
২ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৫ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৫ ঘণ্টা আগে