ঢাবি প্রতিনিধি
সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার নীলক্ষেত মোড় অবরোধ করেন তাঁরা। অবরোধের প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মোখলেছুর রহমান রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুজন প্রতিনিধি এসে আমাদের আশ্বাস দিয়েছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত আসবে বলে তাঁরা জানিয়েছেন। ২৯ আগস্ট তারিখ থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা, সেটাও স্থগিত করা হয়েছে। এ নিয়ে একটি নোটিশও পেয়েছি। মিটিংয়ের পর যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে আবার আন্দোলন হবে। আন্দোলন করে দাবি আদায় করা হবে।’
মৌখিক আশ্বাস দেওয়া বিশ্ববিদ্যালয়ের দুজন প্রতিনিধির নাম পরিচয় জানেন কি না—এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘তাঁরা প্রতিনিধি বলেছেন। তাঁদের নাম-পরিচয় জিজ্ঞেস করা হয়নি। তবে দেখে শিক্ষক মনে হয়েছে।’
এ বিষয়ে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের পরীক্ষার তারিখ আমরা পিছিয়েছি। তাদের দাবির যৌক্তিকতা দেখা এবং দাবি যৌক্তিক হলে কতটুকু সমাধান করা যায় সে জন্য তাদের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিনিধি গিয়েছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি যায়নি। তবে সরকারি সংস্থাগুলোর লোকজন, বিভিন্ন কলেজের শিক্ষক আমার কাছে এ ব্যাপারে জানতে এসেছিল। তাদের কেউ গেছে কি না, আমার জানা নেই।’
উল্লেখ্য, দাবি আদায় করতে কয়েক মাস ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরবর্তীকালে একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষ করে ২০ আগস্ট গণ-অনশনের ঘোষণা দেন। পরে সেটি স্থগিত করে ২২ আগস্ট নীলক্ষেত অবরোধ করেন।
সিজিপিএ শর্ত শিথিল করে সর্বোচ্চ তিন কোর্স পর্যন্ত মানোন্নয়ন দিয়ে পরবর্তী বর্ষে চূড়ান্ত পরীক্ষায় সুযোগ প্রদানের দাবিতে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার নীলক্ষেত মোড় অবরোধ করেন তাঁরা। অবরোধের প্রায় ছয় ঘণ্টা পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা অবরোধ তুলে নিয়েছেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার মাহমুদ অপু আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।
আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী মোখলেছুর রহমান রবিন আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দুজন প্রতিনিধি এসে আমাদের আশ্বাস দিয়েছেন, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন। ২৯ আগস্ট বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় একটি সিদ্ধান্ত আসবে বলে তাঁরা জানিয়েছেন। ২৯ আগস্ট তারিখ থেকে তৃতীয় বর্ষের পরীক্ষা হওয়ার কথা, সেটাও স্থগিত করা হয়েছে। এ নিয়ে একটি নোটিশও পেয়েছি। মিটিংয়ের পর যদি কোনো ইতিবাচক সিদ্ধান্ত না আসে তাহলে আবার আন্দোলন হবে। আন্দোলন করে দাবি আদায় করা হবে।’
মৌখিক আশ্বাস দেওয়া বিশ্ববিদ্যালয়ের দুজন প্রতিনিধির নাম পরিচয় জানেন কি না—এমন প্রশ্নের জবাবে রবিন বলেন, ‘তাঁরা প্রতিনিধি বলেছেন। তাঁদের নাম-পরিচয় জিজ্ঞেস করা হয়নি। তবে দেখে শিক্ষক মনে হয়েছে।’
এ বিষয়ে সাত কলেজের প্রধান সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘তাদের পরীক্ষার তারিখ আমরা পিছিয়েছি। তাদের দাবির যৌক্তিকতা দেখা এবং দাবি যৌক্তিক হলে কতটুকু সমাধান করা যায় সে জন্য তাদের পরীক্ষার তারিখ পেছানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোনো প্রতিনিধি গিয়েছেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিনিধি যায়নি। তবে সরকারি সংস্থাগুলোর লোকজন, বিভিন্ন কলেজের শিক্ষক আমার কাছে এ ব্যাপারে জানতে এসেছিল। তাদের কেউ গেছে কি না, আমার জানা নেই।’
উল্লেখ্য, দাবি আদায় করতে কয়েক মাস ধরে আন্দোলন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। ১৭ আগস্ট রাজধানীর নীলক্ষেত মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরবর্তীকালে একটি প্রতিনিধিদল ইডেন কলেজের অধ্যক্ষ ও অধিভুক্ত সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষ করে ২০ আগস্ট গণ-অনশনের ঘোষণা দেন। পরে সেটি স্থগিত করে ২২ আগস্ট নীলক্ষেত অবরোধ করেন।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১২ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৪ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩০ মিনিট আগে