Ajker Patrika

তৈমুরের সংবাদ সম্মেলন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চান

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৬: ৪০
তৈমুরের সংবাদ সম্মেলন, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী তৈমুর আলম খন্দকার নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে চলমান বিতর্কে নিজের অবস্থান জানিয়েছেন তিনি। 

সংবাদ সম্মেলনে তৈমুর আলম বলেছেন, ‘বিভিন্ন স্কুলে কেন্দ্রের কক্ষে থাকা সিসি ক্যামেরা খুলে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এমন নির্দেশ দিয়েছে বলে আমি জানতে পেরেছি। এর দ্বারা কী বোঝায়? নির্বাচনে হঠকারিতা, ভোট চুরি, হামলা ও পুলিশি নির্যাতন করার জন্যেই এই নির্দেশনা এসেছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সিসি ক্যামেরা চলবে। সেখানে আমি কিছু করলেও ধরা পড়বে, অন্য কেউ করলেও ধরা পড়বে।’ 

শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১০টায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা বলেন তৈমুর আলম খন্দকার। 

তিনি বলেন, ‘আমি প্রশাসন, নির্বাচন কমিশন কোথাও ন্যায়বিচার পাচ্ছি না। রাত ১০টার সময়েও নেতাকর্মীরা আমার বাসায় উপস্থিত। কারণ বিভিন্ন স্থান থেকে পুলিশের অভিযানের খবর পাচ্ছি টেলিফোনের মাধ্যমে। কিছুক্ষণ আগেও আশরাফ নামে এক কর্মীকে খানপুর থেকে পুলিশ আটক করেছে।’ 

তৈমুর বলেন, ‘সিটিতে উৎসবমুখর পরিবেশেই নির্বাচন চলছিল। আমরা প্রত্যাশা করেছিলাম প্রশাসনের হস্তক্ষেপ ছাড়া জনগণের রায় শিরোধার্য্য হবে। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম যখন আসেন তখন আমি জানতে চেয়েছি, নির্বাচন সুষ্ঠু হবে কি না? তিনি বলেছিলেন, নির্বাচন সুষ্ঠু হবে, নিশ্চিত থাকেন। আর আমি ২০১১ সালের মতোও বসবো না। কারণ এখন আর কামাল হোসেন (গণফোরাম নেতা ড. কামাল হোসেন) আর শফিক রেহমানের মতো লোক এখন আর বুদ্ধি দেওয়ার জন্য নাই।’ 

বহিরাগতদের উপস্থিতিরব বিষয়ে আপত্তি জানিয়ে তৈমুর আলম বলেন, ‘আমি আজ বন্দরে প্রচারণা করেছি সিটির ভোটার নিয়ে। কিন্তু শহরে যেই সভা হয়েছে সেখানে বহিরাগতদের উপস্থিতি প্রচুর। আমি শুনেছি ৩ নম্বর ওয়ার্ড বাবু এমপিকে বলা হয়েছে নিয়ন্ত্রণ করতে। এছাড়া শহরের হোটেল, সার্কিট হাউস, ডাক বাংলো, নারায়ণগঞ্জ ক্লাবে বহিরাগত নেতারা অবস্থান করছে। আমি এর প্রতিবাদ জানাই। একই সাথে ভোটের দিন রাস্তায় আইডি কার্ড নিয়ে চলাচলের দাবি জানাচ্ছি।’ 

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতি কেন্দ্রে অপারেটর রাখার কথা শুনেছি। অপারেটরের ইভিএম কেন্দ্রীক সকল কাজ এজেন্টের সামনে করতে হবে। আমাদের এজেন্ট বুথ ছেড়ে যাবে না। কিন্তু তাদের নিরাপত্তা দিতে হবে। ভোট নিয়ে আমাদের কোনো টেনশন নাই, কিন্তু ভোটের পরিবেশ নিয়ে আছে। এরই মধ্যে দেখেছি ভরাডুবির শংকায় তাঁরা আমাদের পুলিশ দিয়ে হয়রানি করছে।’ 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ভোট চলাকালে কেন্দ্রের ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা বন্ধ রাখতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে গণমাধ্যমে খবর এসেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় আগে থেকেই এসব ক্যামেরা লাগানো থাকলেও ভোট প্রদানের ভিডিও অন্যের হাতে যাওয়ার আশঙ্কায় ভোটের দিন সেসব বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত