শরীয়তপুর প্রতিনিধি
রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা বন্ধ না হলে সড়ক অবরোধ করে পদ্মা সেতু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর পরিবহনমালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। আজ শনিবার শরীয়তপুর পৌর বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
শ্রমিকনেতারা জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর যাত্রাবাড়ীতে শরীয়তপুরের বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে আসছেন স্থানীয় যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম। সম্প্রতি তিনি শরীয়তপুরের পরিবহন থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে যাত্রাবাড়ীতে শরীয়তপুরের কোনো পরিবহন ঢুকতে দেওয়া হবে না বলে জানান যুবদলের সাবেক এই নেতা।
এই বিপুল পরিমাণ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৯ জুলাই থেকে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরের গাড়ি চলাচল বন্ধ করে দেন যুবদল নেতা ফাহিম ও তাঁর লোকজন। এখন পর্যন্ত দোলাইপাড় ও যাত্রাবাড়ী এলাকায় ফাহিম ও তাঁর লোকজন শরীয়তপুরের প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর এবং ১০ জন শ্রমিককে আহত করে বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ ঘটনায় শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, র্যাব ও সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. ফারুক আহমেদ তালুকদার বলেন, ‘আমাদের শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে শরীয়তপুর-ঢাকা রুটে সুনামের সঙ্গে যাত্রীসেবা দিয়ে আসছি। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম আমাদের শরীয়তপুরের প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে এক হাজার করে টাকা করে চাঁদা নিচ্ছে।
‘সে হিসাবে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার, মাসে ৮ থেকে ১০ লাখ টাকা চাঁদা নিচ্ছে ফাহিম। সম্প্রতি সে আমাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৯ জুলাই থেকে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। ফাহিম ও তার লোকজন এ পর্যন্ত আমাদের ২৫টি গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের ১০ জন শ্রমিককে মারধর কর আহত করেছে। ভয়ে আতঙ্কে আমাদের গাড়ি এখন যাত্রাবাড়ী ঢুকতে পারছে না।
‘এ ঘটনায় আমরা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং বিএনপির হাইকমান্ডকে বিষয়টি জানিয়েছি।’
তিনি বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের কিছু পরিবহন এখনো চালু রেখেছি। কিন্তু আমরা যাত্রাবাড়ী ঢুকতে পারছি না। পোস্তগোলা-দোলাইপাড় থেকে গাড়ি ঘুরিয়ে ফেলতে হচ্ছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।’
আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদার বলেন, ‘শরীয়তপুরের বিভিন্ন পরিবহন থেকে সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম ও তার লোকজনের চাঁদাবাজি সীমা ছাড়িয়ে গেছে। সম্প্রতি তাঁরা শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেছে।
‘চাঁদা দিতে না পারায় তারা যাত্রাবাড়ীতে গাড়ি ঢুকতে দিচ্ছে না। তারা আমাদের ১৫টি গাড়ি ভাঙচুর এবং অনেক শ্রমিককে মারধর করছে। এ কারণে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কিছু গাড়ি চালু রয়েছে। তা-ও আবার যাত্রাবাড়ী ঢুকতে পারছে না। এতে শরীয়তপুরের ২০ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে এবং আমাদের পরিবহনশ্রমিকেরা বেকার হয়ে পড়েছে। প্রশাসনের কাছে আমি এর দ্রুত সমাধান চাই। তা না হলে আমরা শ্রমিকেরা শরীয়তপুরের জনগণকে সড়ক অবরোধ করে পদ্মা সেতু বন্ধ করে দেব।’
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শরীয়তপুরে নতুন যোগদান করেছি। মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টি আজকেই জানলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি। এ বিষয়ে আমার আইনগতভাবে যা করণীয় আমি তা-ই করব।’
রাজধানীর যাত্রাবাড়ীতে পরিবহনে চাঁদাবাজি, গাড়ি ভাঙচুর ও শ্রমিকদের মারধরের ঘটনা বন্ধ না হলে সড়ক অবরোধ করে পদ্মা সেতু বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শরীয়তপুর পরিবহনমালিক ও শ্রমিক নেতৃবৃন্দ। আজ শনিবার শরীয়তপুর পৌর বাস টার্মিনালে সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
শ্রমিকনেতারা জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর যাত্রাবাড়ীতে শরীয়তপুরের বিভিন্ন পরিবহন থেকে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার টাকা চাঁদা আদায় করে আসছেন স্থানীয় যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম। সম্প্রতি তিনি শরীয়তপুরের পরিবহন থেকে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে যাত্রাবাড়ীতে শরীয়তপুরের কোনো পরিবহন ঢুকতে দেওয়া হবে না বলে জানান যুবদলের সাবেক এই নেতা।
এই বিপুল পরিমাণ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৯ জুলাই থেকে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরের গাড়ি চলাচল বন্ধ করে দেন যুবদল নেতা ফাহিম ও তাঁর লোকজন। এখন পর্যন্ত দোলাইপাড় ও যাত্রাবাড়ী এলাকায় ফাহিম ও তাঁর লোকজন শরীয়তপুরের প্রায় ২৫টি গাড়ি ভাঙচুর এবং ১০ জন শ্রমিককে আহত করে বলে অভিযোগ করেন পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এ ঘটনায় শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের পক্ষ থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, র্যাব ও সেনাবাহিনী বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মো. ফারুক আহমেদ তালুকদার বলেন, ‘আমাদের শরীয়তপুর সুপার সার্ভিস লিমিটেড পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে শরীয়তপুর-ঢাকা রুটে সুনামের সঙ্গে যাত্রীসেবা দিয়ে আসছি। কিন্তু গত ৫ আগস্টের পর থেকে যাত্রাবাড়ী থানা যুবদলের সাবেক সহসভাপতি মুশফিকুর রহমান ফাহিম আমাদের শরীয়তপুরের প্রতিটি গাড়ি থেকে ৫০০ থেকে এক হাজার করে টাকা করে চাঁদা নিচ্ছে।
‘সে হিসাবে প্রতিদিন ৩০ থেকে ৪০ হাজার, মাসে ৮ থেকে ১০ লাখ টাকা চাঁদা নিচ্ছে ফাহিম। সম্প্রতি সে আমাদের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে। আমরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৯ জুলাই থেকে যাত্রাবাড়ী থেকে শরীয়তপুরের গাড়ি চলাচল বন্ধ করে দেয়। ফাহিম ও তার লোকজন এ পর্যন্ত আমাদের ২৫টি গাড়ি ভাঙচুর করেছে এবং আমাদের ১০ জন শ্রমিককে মারধর কর আহত করেছে। ভয়ে আতঙ্কে আমাদের গাড়ি এখন যাত্রাবাড়ী ঢুকতে পারছে না।
‘এ ঘটনায় আমরা পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর কাছে লিখিত অভিযোগ দিয়েছি এবং বিএনপির হাইকমান্ডকে বিষয়টি জানিয়েছি।’
তিনি বলেন, ‘যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের কিছু পরিবহন এখনো চালু রেখেছি। কিন্তু আমরা যাত্রাবাড়ী ঢুকতে পারছি না। পোস্তগোলা-দোলাইপাড় থেকে গাড়ি ঘুরিয়ে ফেলতে হচ্ছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই।’
আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ চৌকিদার বলেন, ‘শরীয়তপুরের বিভিন্ন পরিবহন থেকে সাবেক যুবদল নেতা মুশফিকুর রহমান ফাহিম ও তার লোকজনের চাঁদাবাজি সীমা ছাড়িয়ে গেছে। সম্প্রতি তাঁরা শরীয়তপুর জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেছে।
‘চাঁদা দিতে না পারায় তারা যাত্রাবাড়ীতে গাড়ি ঢুকতে দিচ্ছে না। তারা আমাদের ১৫টি গাড়ি ভাঙচুর এবং অনেক শ্রমিককে মারধর করছে। এ কারণে অনেক গাড়ি বন্ধ হয়ে গেছে। যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কিছু গাড়ি চালু রয়েছে। তা-ও আবার যাত্রাবাড়ী ঢুকতে পারছে না। এতে শরীয়তপুরের ২০ লাখ যাত্রী দুর্ভোগে পড়েছে এবং আমাদের পরিবহনশ্রমিকেরা বেকার হয়ে পড়েছে। প্রশাসনের কাছে আমি এর দ্রুত সমাধান চাই। তা না হলে আমরা শ্রমিকেরা শরীয়তপুরের জনগণকে সড়ক অবরোধ করে পদ্মা সেতু বন্ধ করে দেব।’
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি শরীয়তপুরে নতুন যোগদান করেছি। মিডিয়ার মাধ্যমে আমি বিষয়টি আজকেই জানলাম। আমি খোঁজখবর নিয়ে দেখছি। এ বিষয়ে আমার আইনগতভাবে যা করণীয় আমি তা-ই করব।’
পুলিশ জানায়, ২০২৪ সালের ২৪ নভেম্বর রাজৈরে ভাঙচুর, বোমা বিস্ফোরণ ও লুটপাটের ঘটনায় পাঠানকান্দি গ্রামের এক বিএনপি কর্মীর দায়ের করা মামলায় শাজাহান মোল্লা এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।
২১ মিনিট আগেশিবচরের সন্ন্যাসীরচর ইউনিয়নের রাজারচর আজগর হাওলাদারকান্দি গ্রামের শাহ আলম ও নাছিমা দম্পতির একমাত্র ছেলে ছিলেন হৃদয়। তিনি স্থানীয় একটি ফার্নিচারের কারখানায় কাজ করতেন। পড়াশোনা শেষ করে সৌদি আরবে থাকা চাচার সহায়তায় বিদেশে যাওয়ার স্বপ্ন ছিল তাঁর।
২৬ মিনিট আগেজুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায় দোকান কর্মচারী শহীদুল ইসলামকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলার অভিযোগপত্র দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। অভিযোগপত্রে মামলার আসামির সংখ্যা প্রায় ৫ গুণ বেড়ে ২৩১ জনে দাঁড়িয়েছে।
৪১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে সন্তানদের সামনে স্ত্রী কাকলিকে (৩২) হত্যার পর পালিয়ে যাওয়া স্বামী মেহেদী হাসানকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকা থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব-১৪) মেহেদীকে গ্রেপ্তার করে।
১ ঘণ্টা আগে