নিজস্ব প্রতিবেদক
নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হচ্ছে এবারের অমর একুশে বইমেলা ২০২১। শেষ দিনগুলোতেও পাঠক উপস্থিতি কম। অলস সময় কাটাচ্ছেন বিক্রয়কর্মীরা। আর প্রকাশকরা ব্যস্ত ক্ষতির হিসাব কষতে।
এবারের মেলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে ছোট বড় সব প্রকাশনী সংস্থাই।
অনন্যা প্রকাশনীর মুনিরুল হক বলেন, গতবছর ৭০ লাখ টাকার ব্যবসা হয়েছিল। এবার হয়েছে মাত্র ৬ লাখ টাকার।
কাকলী প্রকাশনীর প্যাভিলিয়নে কথা বলে জানা গেছে, তারা এবার মেলায় ৭ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু আজ শনিবার পর্যন্ত ব্যবসা হয়েছে মাত্র ৬ লাখ টাকার। অবসর প্রকাশনীর ব্যবস্থাপক জানান, তাদের এবার গতবারের ১০ ভাগও ব্যবসা হয়নি।
ছোট প্রকাশনীগুলোর অবস্থা আরও খারাপ। বেহুলা বাংলা, চয়ন প্রকাশন, বর্ষা দুপুর, মম প্রকাশনী, দোয়েল প্রকাশনী আগামী বছর মেলায় স্টল করা নিয়েই সংশয়ে পড়ে গেছে।
কাঁটাবন পাবলিশার্স ফোরামের সদস্য ৫৪টি প্রকাশনা প্রতিষ্ঠান ক্ষতির তালিকা করে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।
কাঁটাবন পাবলিশার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আবিষ্কার প্রকাশনীর কর্ণধার দেলোয়ার হাসান বলেন, আমাদের ক্ষতির তালিকা চূড়ান্ত করা হচ্ছে। আমরা ৫৪টি প্রতিষ্ঠান, আমাদের ক্ষতির হিসাব বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দেব এবং ক্ষতিপূরণের আবেদন করবো।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের দুদিন আগেই অর্থাৎ ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা। যদিও সাত দিনের নিষেধাজ্ঞার মধ্যেও বইমেলা খোলা রাখে বাংলা একাডেমি।
করোনার কারণে শুরু থেকেই ক্রেতার খরায় ভুগছে বইমেলা। প্রকাশকরা বলছেন, মেলা বন্ধের সিদ্ধান্তে তারা খুশি। আরও আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ মেলায় পাঠক ক্রেতা নেই, শুধু শুধু স্টল খোলা রাখতে হচ্ছে, খরচ গুনতে হচ্ছে।
নির্ধারিত সময়ের দুদিন আগেই শেষ হচ্ছে এবারের অমর একুশে বইমেলা ২০২১। শেষ দিনগুলোতেও পাঠক উপস্থিতি কম। অলস সময় কাটাচ্ছেন বিক্রয়কর্মীরা। আর প্রকাশকরা ব্যস্ত ক্ষতির হিসাব কষতে।
এবারের মেলায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে ছোট বড় সব প্রকাশনী সংস্থাই।
অনন্যা প্রকাশনীর মুনিরুল হক বলেন, গতবছর ৭০ লাখ টাকার ব্যবসা হয়েছিল। এবার হয়েছে মাত্র ৬ লাখ টাকার।
কাকলী প্রকাশনীর প্যাভিলিয়নে কথা বলে জানা গেছে, তারা এবার মেলায় ৭ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন। কিন্তু আজ শনিবার পর্যন্ত ব্যবসা হয়েছে মাত্র ৬ লাখ টাকার। অবসর প্রকাশনীর ব্যবস্থাপক জানান, তাদের এবার গতবারের ১০ ভাগও ব্যবসা হয়নি।
ছোট প্রকাশনীগুলোর অবস্থা আরও খারাপ। বেহুলা বাংলা, চয়ন প্রকাশন, বর্ষা দুপুর, মম প্রকাশনী, দোয়েল প্রকাশনী আগামী বছর মেলায় স্টল করা নিয়েই সংশয়ে পড়ে গেছে।
কাঁটাবন পাবলিশার্স ফোরামের সদস্য ৫৪টি প্রকাশনা প্রতিষ্ঠান ক্ষতির তালিকা করে বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন।
কাঁটাবন পাবলিশার্স ফোরামের সাধারণ সম্পাদক ও আবিষ্কার প্রকাশনীর কর্ণধার দেলোয়ার হাসান বলেন, আমাদের ক্ষতির তালিকা চূড়ান্ত করা হচ্ছে। আমরা ৫৪টি প্রতিষ্ঠান, আমাদের ক্ষতির হিসাব বাংলা একাডেমি ও সংস্কৃতি মন্ত্রণালয়ে জমা দেব এবং ক্ষতিপূরণের আবেদন করবো।
উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ বিস্তার বেড়ে যাওয়ায় ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউন দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত সময়ের দুদিন আগেই অর্থাৎ ১২ এপ্রিল শেষ হচ্ছে বইমেলা। যদিও সাত দিনের নিষেধাজ্ঞার মধ্যেও বইমেলা খোলা রাখে বাংলা একাডেমি।
করোনার কারণে শুরু থেকেই ক্রেতার খরায় ভুগছে বইমেলা। প্রকাশকরা বলছেন, মেলা বন্ধের সিদ্ধান্তে তারা খুশি। আরও আগেই এ সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। কারণ মেলায় পাঠক ক্রেতা নেই, শুধু শুধু স্টল খোলা রাখতে হচ্ছে, খরচ গুনতে হচ্ছে।
চট্টগ্রামের হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ার আগে প্রায় ৫ কেজির একটি মৃত কাতলা মাছ উদ্ধার করেছেন স্থানীয়রা। রোববার বেলা তিনটার দিকে হাটহাজারী উপজেলার মাদার্শার মুন্সিমাঝির ঘাটের পাশে নদীতে মৃত কাতলা মাছ ভাসতে দেখে এটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন স্থানীয় ডিম সংগ্রহকারী রোসাঙ্গীর আলম ও মোহাম্মদ আনোয়ার।
২১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু থেকে ঝাঁপ দিয়ে এক যুবক নিখোঁজ রয়েছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজ ওই যুবকের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
১ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যানজট ও শব্দদূষণ কমানো এবং টেকসই পরিবেশবান্ধব শাটল সার্ভিস চালুর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছে শিক্ষার্থীদের একটি দল। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
১ ঘণ্টা আগেবিয়ের দাবিতে বরগুনার আমতলীতে প্রবাসীর বাড়িতে (প্রেমিক) অনশনে বসা তরুণীর বিরুদ্ধে মামলা হয়েছে। আজ রোববার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমরান হাসান ইপ্তির আদালতে মামলাটি করা হয়।
১ ঘণ্টা আগে