Ajker Patrika

পুলিশের বাধা ঠেলে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৪, ১৭: ৩৮
পুলিশের বাধা ঠেলে জাবি শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকেই সারা দেশে কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদেরও সে অনুযায়ী ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেওয়ার কথা ছিল। কিন্তু দুপুর থেকেই জাবির মূল ফটকের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকেল ৪টায় পুলিশের বাধা ঠেলে মহাসড়কে নেমে আসেন আন্দোলনকারীরা।

আজ বৃহস্পতিবার বিকেল ৪টার আগেই ফটকের ভেতরে জমায়েত হন আন্দোলনকারী জাবি শিক্ষার্থীরা। পরে ফটকের ভেতর থেকেই স্লোগান দিতে দিতে বের হয়ে আসেন আন্দোলনকারীরা।

সরেজমিনে দেখা যায়, সাভার, আশুলিয়া ও ধামরাই থানা-পুলিশ, ডিবি পুলিশসহ সাঁজোয়া যান নিয়ে অবস্থান নেন দুই শতাধিক পুলিশ সদস্য। এ সময় পুলিশের সাঁজোয়া যান এপিসি ওয়ানও চোখে পড়ে।

পুলিশের বাধা ঠেলে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ। ছবি: আজকের পত্রিকামহাসড়ক অবরোধ করার আগে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, ‘রাস্তা বন্ধ করা উচিত নয়। আন্দোলনকারীরা ক্যাম্পাসের ভেতর থেকে আন্দোলন করুক, আমরা প্রোটেকশন দেব। রাস্তায় এসে মানুষের স্বাভাবিক চলাফেরায় বিঘ্ন ঘটালে আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হতে চাই না। আমরা চাই, এটা শান্তিপূর্ণ আন্দোলন, ক্যাম্পাসের মধ্যেই হোক। ইতিমধ্যে আমরা শিক্ষার্থীদের মেসেজ দিয়েছি। আজ সপ্তাহের শেষ কর্মদিবসে রাস্তা বন্ধ হলে প্রচুর দুর্ভোগ হবে।’

সর্বশেষ বিকেল ৫টায় দেখা যায়, শিক্ষার্থীরা অবরোধ করার পর পুলিশ সদস্যরা ফটকের সামনেই সতর্ক অবস্থান নিয়ে দাঁড়িয়ে আছেন। আর ফটকের সামনে ওভারব্রিজের নিচে অবস্থান করছেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত