Ajker Patrika

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩: ১১
আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে মশাল মিছিল করা হয়। ছবি: আজকের পত্রিকা
আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে মশাল মিছিল করা হয়। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীর বনশ্রীতে মশাল মিছিল হয়েছে। আজ সোমবার রাত ৯টায় ‘রামপুরা ছাত্র-জনতা’র ব্যানারে বনশ্রী এলাকায় জাতীয় নিরাপত্তা নিশ্চিতে শান্তিপূর্ণ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।

মিছিলকারীরা জানান, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিরাপত্তাহীনতা, ছিনতাই, ডাকাতি, ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে।

মিছিলে অংশ নেওয়া তাহসিন হক শাফিন বলেন, ‘সারা দেশে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। ছিনতাই, ধর্ষণ, নারী নির্যাতনের ঘটনা ঘটছে। গতকাল আমাদের বনশ্রীতেও ছিনতাই ও গুলির ঘটনা ঘটেছে। এ জন্য বনশ্রী এলাকার বাসিন্দা ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মশাল মিছিল করছি।’

এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে তিনটি মোটরসাইকেলে এসে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনের (৪৩) পথরোধ করে তাঁর কাছে থাকা স্বর্ণ ও এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।

পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি এখনো চিকিৎসাধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেটের ক্ষুধায় খেয়েছেন ২৯ চামচ, ১৯ টুথব্রাশ

জাতিসংঘে বিশাল বহর নিয়ে গিয়ে পতিত সরকারের চর্চা করল অন্তর্বর্তী সরকার: টিআইবি

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্ত্রীকে নিয়ে টানাটানি করা সেই দুই পুরুষের জামিন, কারাফটকে উত্তেজনা

উত্তর দিক থেকে সিগন্যাল নেই—শাপলা প্রতীক না পাওয়ার কারণ জানালেন হাসনাত

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত