Ajker Patrika

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জাবি প্রতিনিধি
আপডেট : ২১ জুন ২০২৩, ১৭: ৫০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি টিম শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

শিশু দুটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন আশুলিয়ার ইসলামনগর এলাকার রিকশাচালক বিল্লাল হোসেনের ছেলে মারুফ হোসেন (৮) ও বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎ অফিসের কর্মচারী জাকির হোসেনের ছেলে মো. রায়হান (১০)। 

জাকির হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্র। অন্যদিকে মারুফ হোসেন ইসলামনগর মডেল একাডেমীর প্রথম শ্রেণির ছাত্র।

বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের উপপ্রধান মেডিকেল অফিসার ডা. রিজওয়ানুর রহমান বলেন, ‘বিকেলে দুই শিশুকে অচেতন অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়। পরীক্ষা করে দেখা যায় এখানে আসার আগেই তারা মারা গেছে।’  

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন জানান, বেলা আড়াইটার দিকে শিক্ষক ক্লাব সংলগ্ন পুকুরে ৬-৭ জন কিশোর গোসল করতে নামে। একটু পরে দুই শিশুকে খুঁজে না পেয়ে সাভার ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম শিশুদের পুকুর থেকে উদ্ধার করে।

সুদীপ্ত শাহিন বলেন, ‘এর আগে আমরা বরাবার পুকুর থেকে শিশুদের সরিয়ে দিয়েছি। কিন্তু তারপরও তারা আমাদের চোখ ফাঁকি দিয়ে পুকুরে নেমে গেছে। ভর্তি পরীক্ষার ঝামেলার কারণে সব সময় পুকুরে নজর রাখা সম্ভব হয় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

ভারত-পাকিস্তানে যুদ্ধের প্রস্তুতি

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত