Ajker Patrika

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের আদালতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড। ছবি: আজকের পত্রিকা
নারায়ণগঞ্জের আদালতে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জে ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আরও ৮ জনকে যাবজ্জীবন ও ১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিলন (৪৯) ও সজিব (৪১)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।

আদালতে পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তাঁর রাইস মিলে ঘুমাতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

নিখোঁজের তিন দিন পর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।

মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ আদালত ২ জনের মৃত্যুদণ্ডসহ ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার রবিন নামের এক আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত