নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জে ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আরও ৮ জনকে যাবজ্জীবন ও ১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিলন (৪৯) ও সজিব (৪১)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।
আদালতে পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তাঁর রাইস মিলে ঘুমাতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের তিন দিন পর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।
মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ আদালত ২ জনের মৃত্যুদণ্ডসহ ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার রবিন নামের এক আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন।
নারায়ণগঞ্জে ব্যবসায়ী নুরুল হক মোল্লা হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোমিনুল ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আরও ৮ জনকে যাবজ্জীবন ও ১ জনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মিলন (৪৯) ও সজিব (৪১)। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আলম, জুবায়ের, মোজাম্মেল, আমিনুল, আব্দুল হক, বাবুল, লস্কর আহমেদ জীবন ও রহমত আলী। এর মধ্যে লস্কর আহমেদ জীবন ও রহমত আলী পলাতক রয়েছেন।
আদালতে পুলিশের পরিদর্শক কাইউম খান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০০৯ সালে নুরুল হক মোল্লা রাতে খাওয়া-দাওয়া করে তাঁর রাইস মিলে ঘুমাতে যান। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
নিখোঁজের তিন দিন পর ঢাকা-সিলেট মহাসড়কের পাশে পানিতে বস্তাবন্দী অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়।
মামলায় সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আজ আদালত ২ জনের মৃত্যুদণ্ডসহ ৮ জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার রবিন নামের এক আসামির বিরুদ্ধে কোনো সাক্ষ্যপ্রমাণ না থাকায় আদালত তাঁকে বেকসুর খালাস দেন।
ছয় বছর পর ময়মনসিংহ দক্ষিণ ও উত্তর জেলা এবং মহানগর ছাত্রদলসহ পাঁচটি ইউনিটের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে আনন্দ মোহন সরকারি কলেজ এবং কোতোয়ালি থানা কমিটিও রয়েছে। এ খবরে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
১০ মিনিট আগেমেহেরপুরের গাংনীতে বজ্রপাতে মোছা. রিতা খাতুন (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেন। এ ছাড়া ফাতেমা খাতুন (৩৫) নামে আরেক গৃহবধূ আহত হন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়পুর ও সাহারবাটি গ্রামে এসব ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেভারত-বাংলাদেশের বন্ধুত্ব আছে, এই বন্ধুত্ব সব সময় থাকবে বলে জানিয়েছেন রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশনের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। আজ বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরে পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
২১ মিনিট আগেগাইবান্ধায় বোরো ধানে নেক ব্লাস্ট রোগের ভয়াবহ আক্রমণে দিশেহারা কৃষকেরা। কীটনাশকেও মিলছে না প্রতিকার, পাশে পাচ্ছেন না কৃষি কর্মকর্তাদের—ফলে চরম বিপর্যয়ের মুখে ফসল।
২৯ মিনিট আগে