Ajker Patrika

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিখোঁজ ছাত্রী তাহিয়া কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ।

এর আগে আজ বুধবার দুপুরে নিখোঁজ শিক্ষার্থীর বাবা মো. আব্দুল কুদ্দুস ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ জানিয়েছে, দ্বিতীয় সেমিস্টারে অধ্যয়নরত ওই ছাত্রী ফাইনাল পরীক্ষা শেষে গত সোমবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয়েছিলেন। পরে সিসিটিভির ফুটেজ অনুযায়ী, সর্বশেষ তাঁকে বসুন্ধরা ঘাটপাড় এলাকায় দেখা যায়। এরপর থেকে ওই শিক্ষার্থীর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছিল।

জিডির তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, ‘নিখোঁজ ছাত্রীকে আজ বিকেলে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য তাঁকে থানায় আনা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত