Ajker Patrika

সাংবাদিক দম্পতি শাকিল ও ফারজানা পাঁচ দিনের রিমান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­
সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ। ফাইল ছবি
সাংবাদিক দম্পতি ফারজানা রুপা ও শাকিল আহমেদ। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মিরপুরের গোলচত্বর এলাকায় আনোয়ার হোসেন পাটোয়ারী নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক এ নির্দেশ দেন।

মহানগর দায়রা জজ পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডে নেওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন।

আজ শাকিল ও ফারজানাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক নাসির উদ্দিন সরকার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ৫ আগস্ট মিরপুর গোলচত্বর এলাকায় গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তাঁর বাবা আল আমিন পাটোয়ারী মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন।

মামলায় অভিযোগ করা হয়, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও পুলিশের এলোপাতাড়ি গুলিতে আনোয়ার হোসেন পাটোয়ারী নিহত হন। তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, শাকিল আহমেদ ও ফারজানা রুপা এই ঘটনার উসকানিদাতা। তাঁদের জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা সম্ভব হবে।

উল্লেখ্য, গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছর ২১ আগস্ট রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশ যাওয়ার সময় তাঁদের আটক করে পুলিশ। পরে উত্তরা পূর্ব থানার দায়ের করা পোশাকশ্রমিক ফজলুল করিম হত্যা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। ওই মামলায় তাঁদের ২২ আগস্ট চার দিনের রিমান্ডে দেওয়া হয়। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন হত্যা ও হত্যাচেষ্টার মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে দফায় দফায় রিমান্ডে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত