বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ মিছিল বের হয়। এ সময় মেঘনা টোলপ্লাজার ছয়টি বুথে ভাঙচুর ও হামলা চালায়। বুথের ইটিসি কার্যক্রমের যন্ত্রপাতি ও তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিরাপত্তা না থাকায় টোল আদায়কারীরাও টোল আদায় করতে পারছেন না।
এদিকে দিনের থেকে বেশি ঝুঁকি থাকে রাতে, তখন দুর্বৃত্তরা হামলা করে। এরপর থেকে টোলপ্লাজা অরক্ষিত হয়ে পড়ে, সব কটি বুথে টোল আদায় কার্যক্রম তিন ধরে বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু চাঁদাবাজ টোলপ্লাজায় পরিবহন থেকে টোল আদায় শুরু করে। খবর পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাঁদাবাজি বন্ধ করে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেঘনা টোলপ্লাজায় গিয়ে দেখা গেছে, মেঘনা সেতুর টোলপ্লাজার ছয়টি টোল আদায় বুথ কেন্দ্রে ভাঙচুর চালিয়ে ধ্বংস করে দিয়েছে টোল বুথ। বুথের ভেতর ও বাইরে কাচ ভাঙা ও তারসহ অন্যান্য যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সবগুলো বুথে টোল আদায় বন্ধ রয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ মালামালসহ জেনারেটরের ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানের বৈদ্যুতিক সংযোগের লাইনের তার কেটে দিয়েছে ও সিসি ক্যামেরাও ভাঙচুর করে।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, কিছু চাঁদাবাজ পরিবহন থেকে টোলের নামে চাঁদাবাজি শুরু করে। খবর পেয়ে আমরা চাঁদাবাজি বন্ধ করে টোলপ্লাজার শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।
নারায়ণগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল রাসেল বলেন, ‘সোনারগাঁয়ে টহলরত সেনাবাহিনী রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছি। আশা করি কয়েক দিনের মধ্যে মেঘনা সেতুর টোলপ্লাজা টোল আদায় স্বাভাবিক হবে।’
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, দুর্বৃত্তদের হামলার কারণে গত তিন দিন ধরে টোল আদায় করা যাচ্ছে না। টোলপ্লাজার ইটিসি সংস্কারে সময় লাগবে। এখন হাতে হাতে টোল আদায় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে মেঘনা গোমতী সেতুর টোল আদায় করা শুরু হয়েছে। আমরা চেষ্টা করতেছি টোল আদায়কারীদের নিরাপত্তা নিশ্চিত করে টোল আদায় শুরু করা হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আনন্দ মিছিল বের হয়। এ সময় মেঘনা টোলপ্লাজার ছয়টি বুথে ভাঙচুর ও হামলা চালায়। বুথের ইটিসি কার্যক্রমের যন্ত্রপাতি ও তার কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। নিরাপত্তা না থাকায় টোল আদায়কারীরাও টোল আদায় করতে পারছেন না।
এদিকে দিনের থেকে বেশি ঝুঁকি থাকে রাতে, তখন দুর্বৃত্তরা হামলা করে। এরপর থেকে টোলপ্লাজা অরক্ষিত হয়ে পড়ে, সব কটি বুথে টোল আদায় কার্যক্রম তিন ধরে বন্ধ রয়েছে। এ সুযোগে কিছু চাঁদাবাজ টোলপ্লাজায় পরিবহন থেকে টোল আদায় শুরু করে। খবর পেয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাঁদাবাজি বন্ধ করে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ করে।
আজ বৃহস্পতিবার দুপুরে মেঘনা টোলপ্লাজায় গিয়ে দেখা গেছে, মেঘনা সেতুর টোলপ্লাজার ছয়টি টোল আদায় বুথ কেন্দ্রে ভাঙচুর চালিয়ে ধ্বংস করে দিয়েছে টোল বুথ। বুথের ভেতর ও বাইরে কাচ ভাঙা ও তারসহ অন্যান্য যন্ত্রাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সবগুলো বুথে টোল আদায় বন্ধ রয়েছে। এ সময় গুরুত্বপূর্ণ মালামালসহ জেনারেটরের ব্যাটারি লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বিভিন্ন স্থানের বৈদ্যুতিক সংযোগের লাইনের তার কেটে দিয়েছে ও সিসি ক্যামেরাও ভাঙচুর করে।
হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেন, কিছু চাঁদাবাজ পরিবহন থেকে টোলের নামে চাঁদাবাজি শুরু করে। খবর পেয়ে আমরা চাঁদাবাজি বন্ধ করে টোলপ্লাজার শৃঙ্খলা ফেরাতে কাজ করছি।
নারায়ণগঞ্জ আর্মি ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল রাসেল বলেন, ‘সোনারগাঁয়ে টহলরত সেনাবাহিনী রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে কাজ করছি। আশা করি কয়েক দিনের মধ্যে মেঘনা সেতুর টোলপ্লাজা টোল আদায় স্বাভাবিক হবে।’
নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস বলেন, দুর্বৃত্তদের হামলার কারণে গত তিন দিন ধরে টোল আদায় করা যাচ্ছে না। টোলপ্লাজার ইটিসি সংস্কারে সময় লাগবে। এখন হাতে হাতে টোল আদায় করার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইতিমধ্যে মেঘনা গোমতী সেতুর টোল আদায় করা শুরু হয়েছে। আমরা চেষ্টা করতেছি টোল আদায়কারীদের নিরাপত্তা নিশ্চিত করে টোল আদায় শুরু করা হবে।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতায়িত হয়ে জুয়েল রানা (২৫) নামের এক প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের বগাপ্রতিমা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
১ মিনিট আগেউপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, প্রাথমিক শিক্ষার মান্নোনয়নে ১৭ হাজার শিক্ষক নিয়োগপ্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যে ৩ হাজার প্রধান শিক্ষক পিএসসির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। স্কুলে যাওয়ার উপযোগী প্রত্যেক শিশুর বাধ্যতামূলক ও অবৈতনিক প্রাথমিক শিক্ষা দেওয়ায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১৯ মিনিট আগেলালমনিরহাটের পাটগ্রামে লাইসেন্স ছাড়া পেট্রোলিয়ামজাত দাহ্য পদার্থ (পেট্রোল, অকটেন, ডিজেল) বিক্রি করায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া আইন অমান্য করে নদী থেকে বালু উত্তোলন করায় এক যুবককে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে